শ্রোতাদের মতামত
রেডিও তেহরান থেকে প্রচারিত কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে মতামত
পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন। রেডিও তেহরান থেকে প্রচারিত বিগত কয়েকটি সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে মতামত জানাতেই এই মেইল। আশাকরি গ্রহণ করবেন।
স্বাস্থ্যকথা:
স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য বিষয়ে আমাদের যত্নবান হতে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথা খুবই উপযোগী। প্রতি বুধবার আমার জন্য একটি বিশেষ দিন কারণ ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ আমি কোনোমতেই হাতছাড়া করি না। গাজী আবদুর রশিদ ভাই খুবই সুন্দর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা ও পরিবেশন করে থাকেন। ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের হার্টের ভাল্ভ নষ্ট হয়ে যাওটা বিষয়টি বর্তমানে স্বাস্থ্যগত একটি জটিল ও ভয়াবহ সমস্যা। আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হলে দুশ্চিন্তার শেষ থাকে না। হার্টের ভাল্ভ নষ্ট হওয়া সম্পর্কিত একটি জটিল রোগ নিয়ে "স্বাস্থ্যকথা" অনুষ্ঠানে আলোচনা বর্তমান সময়ে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার মতো সকলেরই অনুষ্ঠানটি খুবই কাজে আসবে।
১৩/১২/২০২৩ তারিখ বুধবার হার্টের ভাল্ভ নষ্ট হওয়া সম্পর্কিত একটি জটিল রোগ নিয়ে "স্বাস্থ্যকথা" অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব শুনলাম। বাংলাদেশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার প্রদীপ কুমার কর্মকার মহাশয় সুন্দর ভাবে হার্টের ভাল্ভ নষ্ট হওয়া সম্পর্কিত জটিল রোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। ভাল্ভ বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে পারলাম। বিশেষ করে কেন ভাল্ভ নষ্ট হয়, তার লক্ষণ, নষ্ট হলে করণীয় কি এবং ভাল্ভ প্রতিস্থাপন বিষয়ে অনেক অজানা বিষয়ে জানতে ও বুঝতে সক্ষম হলাম। তবে আমাদের নিশ্চয়ই এবিষয়ে সাবধানে থাকতে হবে।
কুরআনের আলো:
প্রতি বুধবার রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত পবিত্র কুরআনের তাফসীর বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান "কুরআনের আলো" আমার অন্যতম প্রিয় একটি অনুষ্ঠান। "কুরআনের আলো" অনুষ্ঠান আমার মনে প্রশান্তির ছোঁয়া বয়ে আনে। গত ১৩/১২/২০২৩ তারিখে কুরআনের আলো অনুষ্ঠান শুনলাম যার উপস্থাপনায় ছিলেন আক্তার জাহান আপা এবং রেজোয়ান হোসেন ভাই। আজকের অনুষ্ঠানে সূরা নূহ-এর তিন ভাগে প্রথমে ১ থেকে ৪, তারপর ৫ থেকে ৯ এবং শেষে ১০ থেকে ১৪ পর্যন্ত অর্থাৎ পুরো অনুষ্ঠানে ১ থেকে ১৪ আয়াত পর্যন্ত তেলাওয়াত, বাংলা তর্জমা শুনলাম। সেইসাথে এই আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর শুনলাম। সূরা নূহ-এর ১ থেকে ১৪ আয়ারের তেলাওয়াত, বাংলা তর্জমা এবং তাফসীর খুবই ভালো লাগলো। অনুষ্ঠানটি বরাবরই আমাকে অনেক কিছু জানতে ও বুঝতে শেখায়, আজও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমন্ধে অবগত হলাম।
কথাবার্তা:
১৪ই ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার উপভোগ করলাম আশরাফুর রহমান ভায়ের পরিবেশনায়। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরা হলো যথারীতি। ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। শিরোনামের পর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে শুনলাম। বিশ্লেষণ করলেন জনাব সিরাজুল ইসলাম সাহেব। "বাংলাদেশের নতুন শিক্ষাক্রম নিয়ে আলোচনা সভা করতে দেয়নি ঢাবি প্রশাসন"। প্রথমে বাংলাদেশের নতুন শিক্ষাক্রম বিষয়ে বিশ্লেষণ করা হলো। বিষয়টি সমন্ধে অবগত হলাম এবং এবিষয়ে বিস্তারিত জানতে পারলাম। তারপর "ইসরাইল সিনওয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাস ধ্বংস হবে না বলে মনে করছেন ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ‘ডাইরেক্টর অব রিসার্স’ ইমাদ হার্ব" -এবিষয়ে এবং এই কথার বাস্তবতা নিয়ে সবিস্তার আলোচনা শুনলাম। বেশ ভালো ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করেছেন জনাব সিরাজুল ইসলাম সাহেব। আন্তরিক ধন্যবাদ জানাই জনাব সিরাজুল ইসলাম সাহেবকে।
বিশ্লেষণের পর কোলকাতার পত্রপত্রিকার তিনটি শিরোনাম নিয়ে বিস্তারিত খবর শুনলাম। সেগুলি হলো পূবের কলম-এর শিরোনাম- "রাজ্যসভায় সাসপেন্ড ডেরেক ও’ ব্রায়েন", সংবাদ প্রতিদিন-এর শিরোনাম- ‘ওই অংশ আমাদেরই’, ৩৭০ নিয়ে সুপ্রিম রায়ের পরই লাদাখ তোপ চিনের' এবং আজকাল পত্রিকার শিরোনাম- 'মধ্যপ্রদেশে প্রকাশ্যে বিক্রি করা যাবে না মাংস ও ডিম, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বড় ঘোষণা মোহন যাদবর। খবরগুলির বিস্তারিত আলোচনাও ভালো লাগলো। কথাবার্তা অনুষ্ঠান ভালো লাগে কারণ আমার সহজেই দুই বাংলার পত্র পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরাখবর পেয়ে যাই। রেডিও তেহরান আমাদের জন্য সেই কাজটি করে চলেছে কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে। তাই কথাবার্তা অনুষ্ঠানের প্রতি আমার বিশেষ নজর থেকেই। কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর অনলাইন ভার্সন ও ই পেপারের বিশেষ বিশেষ খবরের শিরোনাম, বিস্তারিত খবরে এবং মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে বিশ্লেষণ বেশ উপভোগ করি।
দর্পন:
চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনা সহ নানা বিষয়ে সুন্দর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরা হয় দর্পন অনুষ্ঠানে। মঙ্গলবার ১২/১২/২০২৩ তারিখের দর্পন অনুষ্ঠান শুনলাম নাসির মাহমুদ এবং আক্তার জাহান আপার উপস্থাপনায়। পশ্চিমা এশিয়া অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে ৭-ই অক্টোবর চির স্মরণীয় একটি দিন। এইদিনে ফিলিসথিনে ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা দখলদার ইসরায়েলের অভ্যন্তরে সফল হামলা চালায়। ইরায়েলের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড়ো পরাজয়ের ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা উজমা খামেনি এই পরাজয়কে অপূরণীয় পরাজয় বলে অভিহিত করেছেন। এপ্রসঙ্গে দর্পন অনুষ্ঠানে ইজরায়েল-ফিলিসথিন সংঘাতের ইতিহাস এবং এর ফলাফল এবং গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রথম পর্বে আলোচনা শুনে সমৃদ্ধ হয়েছি। আজ দ্বিতীয় পর্বে সাম্প্রতিক ইসরায়েলে বিরুদ্ধে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের আল আকসা তুফান অভিযান ও বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের ব্যর্থতার নানা দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। পর্বটি খুবই ভালো লাগল। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে ও বুঝতে পারলাম। গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযান ঠেকাতে ভয়াবহ ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসলে তার ব্যর্থতাআর ধ্বংসের শুরু। ইসরায়েলে বিরুদ্ধে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের আল আকসা তুফান অভিযানে ইসরায়েলের যে রাজনৈতিক ক্ষতি হয়েছে তা অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে খুবই তাৎপর্যপূর্ণ।
রংধনু আসর:
১৪/১২/২০২৩ তারিখ বৃস্পতিবারের রংধনুর আসর শুনলাম। রংধনুর আসর শিশু কিশোর শ্রোতা বন্ধুদের জন্য হলেও ছোটো বড়ো আমরা সকলেই দারুন ভাবে উপভোগ করি। আমাদের ভালোলাগাকে আরও বাড়িয়ে দেয় রংধনুর আসর। দাম্ভিক বাঘ এবং শেয়াল ও গরুর চতুরতা নিয়ে সুন্দর একটি গল্প, বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে মানানসই কবিতা আবৃতি ও গান নিয়ে গাজী আবদুর রশিদ ভাই এবং আক্তার জাহান আপার চমৎকার ও মনোগ্রাহী পরিবেশনা আজকের রংধনুর আসর অত্যন্ত চিত্তকর্ষক ছিলো ।
রংধনু আসরের শুরুতে বাংলাদেশের কবি, কথাশিল্পী ও শিশু সাহিত্যিক জাকির আবু জাফর-এর লেখা দাম্ভিক বাঘ এবং শেয়াল ও গরুর চতুরতা নিয়ে সুন্দর গল্পটি দারুন ভাবে উপভোগ করলাম। বেশ মজাদার ছিলো গল্পটি। আসলে গল্পটি পরিবেশনার গুণে খুবই চিত্তকর্ষক হয়েছে। গল্পটি মজার হলেও অবশ্যই শিক্ষণীয়। আমরা যদি এমন গল্প শুনে শিক্ষা নিতে পারি তবেই তার স্বার্থকতা। গল্পটি রূপকথার হলেও এর বাস্তবতা মানুষের সমাজে বিদ্যমান। নিজেকে নিয়মের উর্দ্ধে ভাবার কারণেই আমরা অহংকারী হয়ে উঠি। দাম্ভীকতা আমাদের পেয়ে বসে। লাগামহীন লোভের কারণে চিরদিন শাসকের ভূমিকায় থাকতে চায় মানুষ। গোটা পৃথিবীতেই মানুষ মানুষের কর্তা হয়ে বসে, মালিক ব'নে যায়। মানুষের উপর আধিপত্যের খড়্গ তোলে। তাই বলা হয় মানুষই মানুষের সবচেয়ে বড়ো শত্রু, মানুষই মানুষের জন্য বেশি ভয়ঙ্কর।
আজকের রংধনু আসরের শেষের দিকে মঈন মুরসালিনের লেখা "বিজয় এলো পাখির গানে" শিরোনামে সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনলাম। ঢাকার সারেগামা একাডেমির সদস্য মাফরুহা বিনতে শাহকুরের চমৎকার কণ্ঠে আবৃত্তিটি খুবই ভালো লাগলো।
বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে মানানসই বিজয় দিবসের গানটিও মন ছুঁয়ে গেলো। নায়িম আল ইসলাম মাহিনের লেখা, এম এ তারেকের সুরে বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সংগঠনের 'ফুলকুঁড়ি আসর'র শিশু শিল্পীদের চমৎকার কণ্ঠে 'বিজয়ের মানে বিনীত হওয়া জানতো' শিরোনামে সুন্দর একটি দেশের গান দারুন ভাবে উপভোগ করলাম। তিন শিশু শিল্পীর কণ্ঠে গানটি খুবই সুন্দর ছিলোঃ।
রংধনু আসরের আজকের এ পর্বটিও সুন্দরভাবে গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান ভাই। আশরাফুর রহমান ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই সুন্দর অনুষ্ঠান পরিবেশনার জন্য গাজী আবদুর রশিদ ভাই এবং আক্তার জাহান আপাকে।
গল্প ও প্রবাদের গল্প:
ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডারের পসরা নিয়ে আমাদের কাছে হাজির হয় সাপ্তাহিক গল্পের অনুষ্ঠান "গল্প ও প্রবাদের গল্প"। আক্তার জাহান আপা এবং রেজোয়ান হোসেন ভায়ের চমৎকার উপস্থাপনায় ১২/১২/২০২৩ তারিখে ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভান্ডার "গল্প ও প্রবাদের গল্প" শুনলাম। আক্তার জাহান এবং সোহেল আহম্মেদের চমৎকার পরিবেশনায় হাস্যরসাত্মক ও মজাদার গল্পটি অসাধারণ লেগেছে। "তড়িঘড়ি কাজের জন্য অভিশাপ" মজাদার এই প্রবাদ নিয়েই ছিলো আজকের "গল্প ও প্রবাদের গল্প" অনুষ্ঠান। এক নব দম্পতি অলীক কল্পনা নিয়ে ইরানের প্রাচীন প্রবাদের হাস্যরসাত্মক ও মজাদার গল্পটি খুবই উপভোগ্য ছিলো। সুন্দর গল্প কারনা ভালো লাগে। ধন্যবাদ সুন্দর গল্পের জন্য।
রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সুন্দর, আকর্ষণীয়, জ্ঞানবর্ধক ও গঠনমূলক অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি নেই। চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আবারও কথা হবে ইনশাআল্লাহ l সবাই ভালো থাকবেন l সুন্দর ও সুস্থ থাকবেন l আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো l খোদা হাফেজ l
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী,
ভায়া: পূর্বস্থলী, জেলা: বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।