শ্রোতাদের মতামত
'ইমাম খোমেনীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংধনু আসরটি ছিল শিক্ষণীয় ও অনুসরণীয়'
আসসালামু আলাইকুম। একরাশ প্রীতিমিশ্রিত ভালোবাসা ও রজনীগন্ধার শুভেচ্ছা রইলো। আশা করছি তেহরান রেডিওতে কর্মরত আমার সকল প্রিয়জন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের নেক দোয়ায় কুশলে আছি।
ইসলামী বিপ্লবের মহানায়ক ইমাম আয়াতুল্লাহ খোমেনীর ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গ্রন্থিত গত ১ ফেব্রুয়ারির রংধনু আসরটি শুনলাম। রংধনু'র বিশেষ এ পর্বে ইরানে ইসলামী বিপ্লবের প্রেক্ষাপট, ইমাম খোমেনীর ব্যক্তিত্ব, শাসক রেজা শাহ্ পাহলভীর দুঃশাসন, তার অন্যায় কর্মকাণ্ড, জনগণের উপর জুলুম, অত্যাচারের কাহিনী অবগত হলাম।
রেজা শাহের বিরুদ্ধে জনগণের ক্ষেপে যাবার কারণ, ইমামকে নির্বাসনে পাঠানো এবং ১৫টি বছর পরে ইমামের দেশে ফিরে আসার উপর বিমানবন্দরে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা উপেক্ষা করে নির্বিঘ্নে ইমামকে স্বদেশ ভূমিতে স্বাগত জানাতে সংশ্লিষ্ট বিভাগ/কর্তৃপক্ষের সহযোগিতা প্রদান প্রভৃতি বিষয়ে অনেক অজানা তথ্য আহরিত হলো। আর ভালো লাগলো ইমামের শিশুপ্রীতি এবং তাঁর প্রতি শিশু-কিশোরদের ভালোবাসার কথা জেনে। ইমামের স্বদেশে আগমনের পর দেশের পরিবর্তিত অবস্থা নিয়ে শিশু শিল্পীর কণ্ঠে ফার্সি গানটি ছিল চমৎকার।
ইমামকে ভালোবাসার কারণ সম্পর্কে কোম শহরের এক স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বাংলাদেশী ছোট্ট বন্ধু জাহারা ফাতেমি সাখিনার অনুভূতি ছিল চমৎকার এবং শিশুদের প্রতি ইমামের ভালোবাসাপূর্ণ আচরণের প্রকৃষ্ট উদাহরণ।
ইসলামের আলোকে ইরানকে নবসাজে সাজানো, এত বড়মাপের একজন গুণী মনীষীর সাদাসিধে সাধারণ জীবন যাপন, তেহরানের ব্যবহৃত তাঁর বাড়ির বর্ণনা অত্যন্ত মর্মস্পর্শী মনে হলো। অপচয় রোধে ইমামের অনুসরণীয় নীতি অনুপ্রেরণাদায়ক।
সব মিলিয়ে এত চমৎকার শিক্ষণীয় ও অনুসরণীয় রংধনু পর্বটি উপহার দেয়ার জন্য সুপ্রিয় আশরাফ ভাই, নাসির মাহমুদ ভাই ও আক্তার জাহান আপুকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদসহ কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এমন প্রত্যাশা ব্যক্ত করে আপাততঃ ইতি টেনে দিলাম।
আব্দুল কুদ্দুস
সাধারণ সম্পাদক
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ , রংপুর বিভাগ
এবং
সভাপতি ,শাপলা শর্টওয়েভ শ্রোতা সংঘ
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ।