ফেব্রুয়ারি ১০, ২০২৪ ২০:০৭ Asia/Dhaka
  • 'তেহরানের অনুষ্ঠানমালা নিত্য নতুন জ্ঞানের ভাণ্ডারকে প্রসারিত করে'

মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর কাছে সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের পত্রলেখা।

অকুতোভয় রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো শ্রোতাদের যেমন আত্মিক শক্তি বাড়ায় তেমনি বাড়ায় দেহ ও মনের বল। সেই সাথে সমৃদ্ধ করে জ্ঞানের ভাণ্ডার। রেডিও তেহরানের নিত্যদিনের অনুষ্ঠানমালা নিত্য নতুন জ্ঞানের ভাণ্ডারকে প্রসারিত করে। শ্রোতাদের মনের যত চাওয়া পাওয়া, আশা-আকাঙ্ক্ষা সব পূ্র্ণ করে রেডিও তেহরান। কুরআন তেলাওয়াত, ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংবাদপত্রের পর্যালোচনা,  গুণীজনের জীবনী, বিনোদনসহ বিচিত্র অনুষ্ঠানের সমারোহের নাম রেডিও তেহরান। আর তাইতো রেডিও তেহরানের অনুষ্ঠানের অবস্থান এখন জনপ্রিয়তার শীর্ষে। 

রেডিও তেহরানের অনুষ্ঠানমালার বিশেষ জাদু শ্রোতাদের মনকে আকৃষ্ট করে। শ্রোতাদেরকে প্রবেশ করায় নিত্যদিনে নিত্য-নতুন জ্ঞানের ভাণ্ডারে। রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার মাধ্যমে শ্রোতারা ফিরে পায় চিরযৌবনী এক মহা সূধা।

রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি শ্রোতাদেরকে চিকিৎসা এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে দান করে এক সঠিক নির্দেশনা যা চিকিৎসা জগতের গাইডলাইন হিসেবে কাজ করে। রেডিও তেহরানে চিকিৎসা জগতের বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎকার শ্রোতাদেরকে অভূতপূর্ব জ্ঞানদান ও সচেতন করে তোলে; যা শ্রোতাদেরকে সুস্থভাবে জীবন যাপনে সহায়তা করে। স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি শ্রোতাদেরকে চিকিৎসা ক্ষেত্রে হয়রানি থেকে রক্ষা করে এবং সঠিক নির্দেশনা দান করে।

রেডিও তেহরান থেকে নিয়মিত প্রচারিত হয় বিভিন্ন মনীষীদের জীবনালোচনা। এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে প্রচারিত হয় বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর চাচাতো ভাই ও জামাতা হযরত আলী (আ.)'র জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম আর জ্ঞানের জগতের অসাধারণ সুধা পান করছিলাম। অনুষ্ঠানটিতে হযরত আলীর ইসলাম গ্রহণ থেকে শুরু করে ইসলামের প্রতি আনুগত্যশীলতা, ইসলামে তাঁর অবদান, তাঁর জ্ঞান, বিচার, বিবেক, বুদ্ধি প্রজ্ঞাসহ জীবনের সবদিকের উল্লেখযোগ্য ঘটনা ও বিষয়াবলী উপস্থাপিত হয়েছে। নিঃসন্দেহে অনুষ্ঠানটি ছিল একটি সফল এবং শ্রোতানন্দিত সার্থক অনুষ্ঠান।

পরদিন অর্থাৎ ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সাপ্তাহিক বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান রংধনুতেও প্রচারিত হয়েছে হযরত আলী আলাইহিস সালামের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী। উক্ত অনুষ্ঠানে ১০ ব্যক্তির একই প্রশ্নের উত্তরে হযরত আলী আলাইহিস সালাম দশ রকমের যে সঠিক ভিন্ন উত্তর দিয়েছিলেন উক্ত অনুষ্ঠানে তা তুলে ধরার মাধ্যমে স্পষ্ট বর্ণনা দেয়া হয়েছে। আর বিষয়টি ছিল আমার কাছে খুবই আশ্চর্যজনক ও আকর্ষণীয়। এত সুন্দর ও শিক্ষণীয় অনুষ্ঠান উপস্থাপন করার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে ধন্যবাদ। পরিশেষে মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।

 

প্রেরক

ডক্টর মো: মোস্তাফিজুর রহমান 

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ

পূর্ব গোয়ালু,  বুড়িরহাট, রংপুর সিটি, রংপুর।

  

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ