ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১৬:৪৯ Asia/Dhaka
  • দিন দিন আধুনিকতার স্পর্শে এগিয়ে চলেছে রেডিও তেহরান

মহোদয়, রেডিও তেহরান বাংলা বিভাগের সকলের প্রতি রইল আমার প্রীতিময় শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তরতাজা আর বাস্তবতানির্ভর সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের কারণে রেডিও তেহরান বাংলা বিভাগ আমাদের অতিপ্রিয়। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা ও যোগাযোগের ধারা অক্ষুণ্ন রাখতে পারায় আমি নিজে গর্ব বোধ করি।

শ্রোতাবান্ধব অনুষ্ঠান প্রচারে আমি মনে করি বেতার কেন্দ্রটির বিকল্প এবং প্রতিদ্বন্দ্বী নিজেই। দিন দিন আধুনিকতার স্পর্শে এগিয়ে চলেছে বেতারকেন্দ্রটি। আমি মুগ্ধ বেতারকেন্দ্রের অনুষ্ঠান ও সংবাদ ও সংবাদভিত্তিক অনুষ্ঠান প্রচারে অগ্রগামীতে। অনেক অনেক ভালো অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যম বেতারকেন্দ্রটি শ্রোতাপ্রিয় বেতার কেন্দ্রে পরিণত ও প্রতিষ্ঠিত বহুদিন ধরেই। আধুনিক প্রচারমাধ্যম হিসাবে জনপ্রিয়তার শীর্ষে থেকে তার পথ চলার মান সবসময় বাড়ছে। এই বেতার কেন্দ্রের সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁরা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আন্তর্জাতিক খবরের পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আঞ্চলিক খবরগুলো স্থান পায় যা দুই বাংলার শ্রোতাদের নিশ্চিত রূপে বাড়তি পাওনা বলে আমি মনে করি। 

শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জনের চিঠি স্থান পাওয়া বা সাক্ষাৎকার প্রচার হওয়া আমাদের প্রতি রেডিও তেহরান বাংলা বিভাগের ভালোবাসারই বহিঃপ্রকাশ। শ্রোতাদের গুরুত্ব দেওয়ার কারণে রেডিও তেহরানের প্রতি আমার আগ্রহ এবং নিবিড় সম্পর্ক আরও অনেকগুণ বেড়ে গেছে। ভালো অনুষ্ঠানের মধ্যে রয়েছে রংধনু আসর, দৃষ্টিপাত, কথাবার্তা, দর্পন, কুরআনের আলো, গল্প ও প্রবাদের গল্প, আলাপন, কথাবার্তাসহ  প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর, বস্তুনিষ্ঠ, জ্ঞানবর্ধক, আকর্ষণীয়।

শর্টওয়েভ অনুষ্ঠান আমাদের জন্য নিশ্চিতরূপে বর্তমান সময়ে অনেক বড় পাওয়া। আগামীতে আরও লেখার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। ভালো থাকবেন। খোদা হাফেজ।

 

মহ: হাফিজুর রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা:- পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

 

 

ট্যাগ