'সবমিলিয়ে রেডিও তেহরান একটি অতুলনীয় প্রচারমাধ্যম'
(last modified Tue, 05 Mar 2024 10:24:10 GMT )
মার্চ ০৫, ২০২৪ ১৬:২৪ Asia/Dhaka
  • 'সবমিলিয়ে রেডিও তেহরান একটি অতুলনীয় প্রচারমাধ্যম'

মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী প্রচারমাধ্যম রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন। রেডিও তেহরানের অনুষ্ঠানমালা প্রমাণ করে যে, এটি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

যে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিটি শ্রোতা অনেক কিছু জানতে, বুঝতে ও জ্ঞানলাভ করতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে এবং নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে ও সমৃদ্ধ করতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ায়ে চলতেও পারে। সবমিলিয়ে রেডিও তেহরান একটি অতুলনীয় প্রচার মাধ্যম।

নিজেকে সংশোধন করতে পারে, নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে ও সমৃদ্ধ করতে পারে। বর্তমান বিশ্ব পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ায়ে চলতে পারে। সবমিলিয়ে রেডিও তেহরান একটি অতুলনীয় প্রচার মাধ্যম। 

গত ২৬ জনুয়ারি ২০২৪ তারিখে প্রচারিত সুন্দর জীবন অনুষ্ঠানটি শুনছিলাম। উপস্থাপনায় ছিলেন রেজওয়ান হোসেন ও আক্তার জাহান আপা। উক্ত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল 'স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল' প্রসঙ্গে। উক্ত অনুষ্ঠানে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য যে কৌশলগুলোর কথা বলা হয়েছে সত্যি সত্যি সেগুলো স্মৃতিশক্তি বাড়ানোর অন্যতম সহায়ক। উক্ত  অনুষ্ঠানে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য যে কৌশল গুলো জানিয়ে দেয়া হয়েছে তা থেকে আমি অনেক উপকৃত হয়েছি। আমি মনে করি আমার মত এভাবে প্রতিটি শ্রোতাই রেডিও তেহরানের অনুষ্ঠান থেকে উপকৃত হয়। যেগুলো বাস্তব জীবনে মানুষের অনেক কাজে লাগে।  উক্ত অনুষ্ঠান থেকে আমি জানতে পেরেছি- 

১) কুরআন মুখস্থ করা শিখলে স্মৃতিশক্তি বাড়ে  ২) মাঝেমধ্যে বাম হাত দিয়ে লিখলে ও দাঁত ব্রাশসহ সব কাজ করলে স্মৃতিশক্তি বাড়ে ৩) মনে রাখার জন্য কাগজে লিখে জোরে জোরে উচ্চারণ করলে স্মৃতিশক্তি বাড়ে ৪) কোন কাজ বা কথাকে দৃশ্যরূপে রাখলে স্মৃতি শক্তি বাড়ে ৫) দলবেঁধে আবার একাকী কাজ কিংবা ব্যায়াম করলে স্মৃতি শক্তি বাড়ে ৬) নিজে শিখলে কিংবা অন্যকে শেখালে স্মৃতি শক্তি বাড়ে ৭) প্রয়োজনের অতিরিক্ত না খেলে স্মৃতিশক্তি বাড়ে ৮) যয়তুনের তেল ব্যবহারে স্মৃতিশক্তি বাড়ে ৯) পরিমিত ঘুম ও পরিমিত বিশ্রাম গ্রহণ করলে স্মৃতিশক্তি বাড়ে ১০) ব্যর্থ হলে হাল ছেড়ে না দিলে স্মৃতিশক্তি বাড়ে। 

উক্ত অনুষ্ঠান শোনার পর থেকে কোন কিছু স্মরণ রাখার প্রয়োজনীয়তা মনে করলে রেডিও তেহরানের উপরিউক্ত কৌশলগুলো আমার চোখের সামনে হৃদয়পটে এমনিতেই ভেসে ওঠে। স্মৃতিশক্তি বাড়ানোর উপায় হিসেবে উপরোক্ত কৌশলগুলো জানিয়ে দেয়ার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ।  পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। 

 

প্রেরক 

ডক্টর মো: মোস্তাফিজুর রহমান 
সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ।
পূর্ব গোয়ালু, বুড়িরহাট ফার্ম, রংপুর সিটি, বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ