'ধৈর্যশীলতা নিয়ে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল উপভোগ্য'
(last modified Thu, 07 Mar 2024 10:34:08 GMT )
মার্চ ০৭, ২০২৪ ১৬:৩৪ Asia/Dhaka
  • 'ধৈর্যশীলতা নিয়ে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল উপভোগ্য'

জনাব, শুরুতেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং সেইসাথে ওয়েব সাইট সময় ও সুবিধা মতো দেখছি। রেডিও তেহরানের অনুষ্ঠান যেমন সুন্দর তেমনিই তার ওয়েব সাইটও অত্যন্ত তথ্যসমৃদ্ধ। 

২৭ ফেব্রুয়ারি পবিত্র কুরআন তেলাওয়াত ও বাংলা তর্জমার পর বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, শিশু-কিশোর বন্ধুদের নিয়ে খুবই উপযোগী ও মানানসই সাপ্তাহিক সুন্দর অনুষ্ঠান রংধনু আসর এবং ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকায় প্রকাশিত বিশেষ বিশেষ খবর, খবরের বিস্তারিত অনুষ্ঠান কথাবার্তা নিয়ে সাজানো পুরো পরিবেশনা শুনলাম এবং প্রতিটা পরিবেশনা দারুণ ভাবে উপভোগ করলাম।

এবার আজকের রংধনুর আসর নিয়ে আমার সংক্ষিপ্ত মতামত তুলে ধরছি। শিশু-কিশোর বন্ধুদের নিয়ে খুবই উপযোগী ও মানানসই সাপ্তাহিক সুন্দর অনুষ্ঠান রংধনু আসর। আশরাফুর রহমান ভাইয়ের চমৎকার গ্রন্থনা ও প্রযোজনায় এবং আক্তার জাহান আপা এবং গাজী অবদুর রশীদ সাহেবের সুন্দর, মনোগ্রাহী ও চমৎকার পরিবেশনায় ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে ধৈর্যশীলতা নিয়ে দুটি ঐতিহাসিক ঘটনা, ধৈর্যশক্তি বাড়ানোর উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার দিয়ে সাজানো অনুষ্ঠান রংধনু আসর বরাবরের মতোই দারুণভাবে উপভোগ করলাম। 

অনুষ্ঠানের শুরুতে ধৈর্যশীলতা নিয়ে কথাগুলি খুবই ভালো লাগল। ধৈর্যশীলতা একটি মহৎ গুণ। ধৈর্যশীলতা এমন একটি গুণ যার সাহায্যে আমরা খারাপ ও অসুন্দর কাজ থেকে দূরে থাকতে পারি। আমাদের সব নবী- রাসূল এই গুণে গুণাম্বিত ছিলেন। শত্রু ও বিরোধীদের মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। মহান আল্লাহ বলেন, "তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকিন হও তবে তাদের জড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না।"

মানব চরিত্রের উত্তম গুণাবলির অন্যতম হলো ধৈর্য ও সহিষ্ণুতা। পবিত্র কুরআনে স্থানে স্থানে মহান আল্লাহ নিজেকে ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে পরিচয় প্রদান করেছেন। ধৈর্য ধারণকারীর সাফল্য সুনিশ্চিত, কারণ আল্লাহতাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকেন; আর আল্লাহ রাব্বুল আলামিন যার সঙ্গে থাকবেন, তার সফলতা অবধারিত। 

এরপর আজকের রংধনু আসরে আমরা ধৈর্যশীলতা নিয়ে দুটি ঐতিহাসিক ঘটনা শুনলাম। হযরত লোকমান হাকিম (আ.) এবং হযরত দাউদ (আ.)-এর বিষয় নিয়ে ধৈর্য্যের মহিমা এবং ধৈর্য্যশীল দাউদ (আ.)-এর উপর মহান আল্লাহর ভালোবাসা নিয়ে দুটি ঐতিহাসিক ঘটনা নিশ্চিত আমাদের ধৈর্যশীল হতে শেখাবে। মানুষের ধৈর্যশক্তি বৃদ্ধির পেছনে ধর্মীয় জ্ঞান ও ইমানী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধৈর্যশক্তি মানুষের জন্য সৎ কাজের সুযোগ নিয়ে আসে। পাশাপাশি এর মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। ধৈর্যশীলতা বিষয়ে দুটি ঐতিহাসিক ঘটনা নিয়ে নিয়ে চমৎকার দুটি গল্প শুনলাম। গল্প দুটি অবশ্যই শিক্ষণীয় ছিল। এই গল্প দুটি খুবই ভালো লেগেছে। 

এরপর ধৈর্যশক্তি বাড়ানোর উপায় সম্পর্কে বাস্তব উদাহরণসহ গুরুত্বপূর্ণ কিছু টিপস শুনলাম। যেগুলি অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে ধৈর্যশীল হতে। আজকের রংধনু আসরের শেষ পর্যায়ে বাংলাদেশের এক নতুন বন্ধু তাইফ আরশান খানের সাক্ষাৎকার খুবই ভালো লাগল। ছোট্ট বন্ধুর কণ্ঠে সূরা ও সুফিয়া কামালের মোনাজাত কবিতা অসাধারণ ছিল। তার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া। 

ধৈর্যশীলতা নিয়ে দুটি ঐতিহাসিক ঘটনা, ধৈর্যশক্তি বাড়ানোর উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার দিয়ে সাজানো আজকের রংধনুর আসর অসাধারণ ছিল। জনাব আশরাফুর রহমান সাহেবের অপূর্ব গ্রন্থনা, প্রযোজনা ও বিন্যাস এবং আক্তার জাহান আপা ও গাজী আব্দুর রশিদ সাহেবের মনোমুগ্ধকর পরিবেশনায় আজকের (২৭/০২/২০২৪) আকর্ষণীয় ও শিক্ষণীয় রংধনু আসর উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। খোদা হাফেজ। 

 

মহ: হাফিজুর রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা:- পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ