জুন ০৮, ২০২৪ ২০:৪৯ Asia/Dhaka
  • এক নজরে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে টুইট ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
    এক নজরে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে টুইট ব্যবহারকারীদের প্রতিক্রিয়া

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার ব্যবহারকারী ইরানিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও প্রেরণা লক্ষ্য করা যাচ্ছে।

গত ১৯ মে ইরানের অষ্টম প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রায়িসি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে শাহাদাত বরণ করেন। তার সহযাত্রী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ আরো অনেকে শহীদ হন।

ইরানের সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুসারে, প্রেসিডেন্টের মৃত্যু, পদত্যাগ বা দুই মাসেরও বেশি সময় ধরে অসুস্থতা কিংবা প্রেসিডেন্টকে বরখাস্ত করা বা অন্য কোনো কারণে প্রেসিডন্ট না থাকলে নির্বাচন সম্পর্কিত প্রেসিডেন্ট কাউন্সিল পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন করতে বাধ্য।

এ আইনের ভিত্তিতে, চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।

এই নিবন্ধে,আমরা কিছু নির্বাচিত টুইট তুলে ধরবো:

ইরানের নির্বাচন নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা

"এবসোলিউট জিরো" নামের এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী এক প্রতিক্রিয়ায়, ইরানের নির্বাচন বয়কটের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতির সমালোচনা করেছেন।

তিনি লিখেছেন,

তারা তাদের নিজেদের ভোটারদেরকে ভোট দিতে উৎসাহিত করে, অথচ আমাদের নির্বাচনকে বয়কট করার আহ্বান জানায়!  

ইরানের নির্বাচন নিয়ে আমেরিকার দ্বৈত নীতির সমালোচনা করেছেন একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী

 

নির্বাচন সচেতনতা বৃদ্ধির একটি সুযোগ

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী মাসুদ বারাতি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রেসিডেন্টের সচেতনতার মাত্রা বাড়ানোর সুযোগ হিসেবে বিবেচনা করেছেন।

তিনি লিখেছেন:

নির্বাচন জনগণের সচেতনতা বাড়ানোর একটি সুযোগ। অর্থাৎ সৎ ও  যোগ্য ব্যক্তিকে বেছে নেয়ার সুযোগ হচ্ছে নির্বাচন। যে কোনো ধারণা, নীতি বা বিশ্বাস যদি  এই সুযোগ নষ্ট করার চেষ্টা করে তবে তা বিপ্লবের নীতির পরিপন্থী এবং ক্ষতিকারক।

নির্বাচন নিয়ে মাসুদ বারাতির টুইট: নির্বাচন সচেতনতা বাড়ানোর সুযোগ

 

আজকের সিদ্ধান্ত আগামীকালের সাফল্য

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী"মোহাম্মদ মেহেদি", তার একটি পোস্টে, ইরানের জনগণের আজকের প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্তকে আগামীকাল ইরানের সাফল্যের ভিত্তি হিসাবে বিবেচনা করেছে।

তিনি লিখেছেন:

আগামীকালের সাফল্য নির্ভর করছে আজকের সিদ্ধান্তের ওপর। আমি  ভোট দেব, আপনি কি করবেন?

 নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে টুইট করেছেন ‘মোহাম্মদ মাহদি’

 

পশ্চিমের প্রতি অবিশ্বাস

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী সাঈদ পুইয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যাকে চান তাকে বেছে নেওয়ার শর্ত হিসেবে পশ্চিমের প্রতি অবিশ্বাস ঘোষণা করেছেন।

তিনি লিখেছেন:

প্রেসিডেন্ট নির্বাচনে এমন একজনকে বাছাই করুন যে কিনা পশ্চিমাদের হাসিতে বিশ্বাস করবে না।

পশ্চিমাদের অবিশ্বাস নিয়ে সাঈদ পুইয়ার টুইট

 

নির্বাচন একটি সফল ঘটনা

এক্স সোশ্যাল নেটওয়ার্কের একজন ব্যবহারকারী রাজীহ বখতিয়ারি এক টুইটে নির্বাচনকে একটি সফল ঘটনা বলে অভিহিত করেছেন।

তিনি লিখেছেন:

আমাদের সামনের নির্বাচন এমন একটি সফল ঘটনা হবে যদি খোদা চাহে তো সৌহার্দ্যপূর্ণ ও জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয় তবে তা হবে, ইরানি জাতির জন্য একটি বড় অর্জন। মর্মান্তিক দুর্ঘটনার পর জনগণ একত্রিত হয়ে নির্বাচনে ব্যাপকভাবে অংশ নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে।

: নির্বাচনের অর্জন নিয়ে টুইট করেছেন রাজিহ বখতিয়ারি

 

নির্বাচনী নীতিমালা মেনে চলার ওপর জোর দেওয়া

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী হোসেন হেরান্দি,প্রেসিডেন্ট প্রার্থীদের প্রার্থীর এবং তাদের সমর্থকদের নির্বাচনী নীতিমালা মেনে চলার উপর জোর দিয়েছেন।

হোসেন হেরান্দি লিখেছেন:

এই নির্বাচনে, বিভিন্ন প্রকল্প গ্রহণের প্রতিশ্রুতি দেয়া বন্ধ করুন এবং শুধুমাত্র মানুষের অধিকার রক্ষা করার কথা বলুন। কেননা এবারের পরিস্থিতি ভিন্ন, বিশ্ব পরিস্থিতি খুবই জটিল এবং আমরা ইরানের ভবিষ্যত নিয়ে কথা বলছি! আমরা  এখানে যে অনেক কথাবার্তা লিখি তার জন্য আমাদের অবশ্যই আল্লাহ এবং শহীদদের কাছে জবাবদিহি করতে হবে।

নির্বাচনী নীতিমালা পর্যবেক্ষণ সম্পর্কে হোসেন হেরান্দির টুইট

 

সঠিক ব্যক্তি নির্বাচন

এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী মেইসাম ভাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সঠিক ব্যক্তিকে ভোট দেওয়া জরুরি বলে মনে করেন।

তিনি লিখেছেন:

প্রেসিডেন্ট পদে তারই যাওয়া উচিত যিনি সেবা দানে  ভূমীকা রেখেছেন।  

সঠিক ব্যক্তি নির্বাচন করার বিষয়ে  মেইসাম ভাইসি -এর টুইট

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ