ভারতের দুই শ্রোতা দৃষ্টিতে ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান
পবিত্র ঈদুল আজহার দিন রেডিও তেহরানের বাংলা বিভাগ 'আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করে। এ অনুষ্ঠানটি সম্পর্কে বেশকিছু শ্রোতা মতামত জানিয়েছেন। এখানে আমরা ভারতের দুই শ্রোতার মতামত তুলে ধরছি।
আসসালামু আলাইকুম, ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদুল আজহা'র প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আবারও ফিরে এলো পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর রহমতের পূর্ণতার প্রতীক হয়ে এবং সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ৷ঈদুল আজহা আত্মত্যাগের উৎসব। ঈদুল আজহা আল্লাহর প্রেমের পথে সর্বোচ্চ ত্যাগের আনন্দের প্রতীক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 'আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা' পরিবেশিত হলো। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবেশিত বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী ও আকর্ষণীয় ছিলো। আজকের অনুষ্ঠানে বিশেষ কিছু শিক্ষণীয় দিক উন্মোচিত হয়েছে। সেগুলো হলো- মহান আল্লাহ ছাড়া অন্য সব কিছুর আকর্ষণ ত্যাগ করতে পারা এবং লোভ-লালসাসহ সব ধরনের পশু-প্রবৃত্তিকে কুরবানি করতে পারার মধ্যেই রয়েছে হজ ও পশু কুরবানির স্বার্থকতা। ত্যাগ আর কুরবানির মহিমায় ভাস্বর পবিত্র কুরবানির ঈদ। এ দিনে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয়পুত্র ইসমাইলকে কুরবানি করার খোদায়ি নির্দেশ সংক্রান্ত মহাপরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর ছেলে ইসমাইল (আ.)-এর আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর হাজী এবং সামর্থবান মুসলমানদের আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রমাণস্বরূপ পশু কুরবানি করা।
কুরবানির ঈদ সম্পর্কে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 'বকরি-ঈদ' শীর্ষক কবিতা অত্যন্ত উপযোগী ও মধুর হয়েছে। তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ আলোচনা খুবই জ্ঞানবর্ধক ছিল। আলোচনার সার্বিক বিষয়বস্তু পুরোপুরি শিক্ষণীয় ছিল। ঈদ সম্পর্কে আলোকপাতে বেশ কিছু দিক উল্লেখ করা হলো আর সেগুলো হলো-
প্রথমতঃ গত বছরের মত এ বছরও করোনা ভাইরাসের কারণে পবিত্র হজ খুবই ঘরোয়া পরিসরে পালন করা হচ্ছে! করোনা একটি বাহ্যিক ভাইরাস। কিন্তু মুসলমানদেরকে প্রকৃত ঈদের তথা বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার আনন্দ পেতে হলে তাদেরকে সাংস্কৃতিক ও মানসিক নানা ভাইরাস থেকে মুক্ত হতে হবে।
দ্বিতীয়তঃ ইসলাম ধর্মের নীতিমালাকে জাগিয়ে তোলার জন্য হযরত ইমাম হুসাইনের অনন্য আত্মত্যাগের কথা।
তৃতীয়তঃ আধুনিক যুগে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানির প্রোজ্জ্বল দৃষ্টান্ত দেখেছি ইরানের ইসলামী বিপ্লবে, ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (র)'র জুলুম-বিরোধী আপোষহীন নীতিতে ও তারই সুবাদে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া শাহাদাতের সংস্কৃতির পুনরুজ্জীবন এবং এর ক্রমবিকাশে এবং পবিত্র কুরআন, ইসলাম ও মহানবীর প্রতি অবমাননাকর বই স্যাটানিক ভার্সেস বা শয়তানি পদাবলী নামক বই লেখার দায়ে ইমাম খোমেনী (র) মুর্তাদ বা ধর্মত্যাগী সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া।
চতুর্থতঃ মুসলমানদের জন্য দরকার কাসেম সুলাইমানি ও আবু মাহদি আল মুহান্দিসের মত ত্যাগী ও নিজেকে হাসিমুখে ইসলামের জন্য কুরবানি দিতে প্রস্তুত আপোষহীন বীর।
পরিশেষে বলতে চাই বিশ্বব্যাপী ইসলাম আর ন্যায়বিচার প্রতিষ্ঠার পটভূমি গড়ে তোলার জন্য ঈদুল আজহার পবিত্র চেতনা ও আদর্শ বাস্তবায়ন জরুরি। মোটকথা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনাই কুরবানির ঈদের মূল শিক্ষা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোস্ট- চুপী, জেলা- বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান পরিবেশিত 'আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানটি শুনেছি। কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি দিয়ে শুরু হয়ে সাথে আরবী সংগীতসহ ঈদ-উল-আজহার অর্থ, তাৎপর্য ও ত্যাগের ইতিহাস খুব সুন্দরভাবে উপস্থাপন করায় আমরা অনুষ্ঠানটি দারুণভাবে উপভোগ করলাম। অনুষ্ঠান থেকে শিক্ষা পেলাম যে, শুধু পশু জবাই করে আল্লাহ র রাস্তায় উৎসর্গ করলেই আল্লাহ সন্তুষ্ট হয় না যতক্ষণ পর্যন্ত আমাদের মনের হিংসা-বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ-মোহরূপী মনের পশুগুলোকে কুরবানি বা বিসর্জন দিতে না পারি।
ঈদের বিশেষ অনুষ্ঠানে বলা হল- “করোনা একটি বাহ্যিক ভাইরাস। কিন্তু মুসলমানদেরকে প্রকৃত ঈদের তথা বিশ্বব্যাপী ন্যায়বিচার প্রতিষ্ঠার আনন্দ পেতে হলে তাদেরকে সাংস্কৃতিক ও মানসিক নানা ভাইরাস থেকে মুক্ত হতে হবে। এসব ভাইরাসের মধ্যে রয়েছে মুসলিম শাসকদের পরাধীনতা, পাশ্চাত্য-প্রেম তথা পাশ্চাত্য-পূজা ও ইসরাইলের সেবা-দাসত্বে লিপ্ত কোনো কোনো আরব ও অনারব মুসলিম শাসকের আত্মঘাতী নীতি, দায়েশিয়-তাকফিরি ধর্মান্ধতাসহ ইসলামের নামে নানা ধরনের ধর্মান্ধতা, উগ্রতা, অনৈক্য ও কুসংস্কার, দুর্নীতি, ভোগবাদ এবং ত্যাগ ও কুরবানির সংস্কৃতি বর্জনের ভাইরাস।”
আমরা আশা করি- সবাই এসব ভাইরাস থেকে মুক্ত হওয়ার পাশাপাশি ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে প্রেম-প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ মানসিকতায় গরীব-দুঃখী, দিনমজুর, দুর্বল সবাইকে সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারব।
রেডিও তেহরানের সাথে সংশ্লিষ্ট সকল কমকর্তা, কলাকুশলী, শুভান্যুধ্যায়ী, দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত আইআরআইবি ফ্যান ক্লাবের সম্মানিত সভাপতিসহ সকল সদস্যগণ, প্রিয় শ্রোতামণ্ডলীসহ আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আপনাদের জীবন। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থাকুন।
আবদুস সালাম সিদ্দিক
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।