মে ৩০, ২০১৬ ১৩:৩০ Asia/Dhaka

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে ফালুজা শহরে ঢুকে পড়েছে ইরাকের সামরিক বাহিনী। ইরাকি কমান্ডাররা একে বড় ধরনের বিজয় বলে আখ্যা দিয়েছেন।

এর মধ্যে এক কমান্ডার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানান, সেনারা তিন দিক থেকে ফালুজা শহরে ঢুকেছে। ইরাকের এলিট কাউন্টার টেরোরিজম সার্ভিসের মুখপাত্র সাবাহ আল-নরম্যান বলেন, “আজ সকালে (সোমবার) ফালুজা শহরে ঢোকার অভিযান শুরু করি আমরা।”

রাজধানী বাগদাদ থেকে ৪০ মাইল পশ্চিমে ফালুজা শহরের অবস্থান এবং এটি ছিল ইরাকে দায়েশের সর্বশেষ শক্ত ঘাঁটিগুলোর একটি। সন্ত্রাসীরা এখনো মসুলসহ ইরাকের উত্তর-পশ্চিমের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে।

আজকের অভিযানকে সামনে রেখে গতকাল টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি ফালুজা শহরের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান। অন্যথায় তাদেরকে ঘরের ভেতরে থাকার কথা বলেন। সরকারি কর্মকর্তারা ও সাহায্য সংস্থাগুলো বলছে, ফালুজা শহরে অন্তত ৫০ হাজার লোক আটকা পড়েছে।

২০১৪ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসীরা ফালুজা শহর দখল করে নেয়। এর ছয় মাস পরে ইরাকের উত্তর ও পশ্চিমের বিরাট এলাকা দখল করে দায়েশ তাদের কথিত স্বঘোষিত খেলাফত ঘোষণা করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০

ট্যাগ