জুন ০৬, ২০১৬ ১৩:০২ Asia/Dhaka
  • ফালুজায় পলায়নরত লোকজনের ওপর গুলি করছে দায়েশ

ইরাকের ফালুজা শহর থেকে পলায়নরত বেসামরিক লোকজনের ওপর সরাসরি গুলি চালাচ্ছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ; যদিও এরইমধ্যে সরকারি বাহিনী অবরুদ্ধ এ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনর্দখল করে নিয়েছে।

সাহায্য সংস্থা নরওয়ের উদ্বাস্তু পরিষদ বা এনআরসি গতকাল (রোববার) এক প্রতিবেদনে বলেছে, বেসামরিক লোকজন ইউফ্রেটিস নদী পেরিয়ে ফালুজা শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। কিন্তু তাদের ওপর গুলি চালাচ্ছে সন্ত্রাসীরা। এ সংস্থাটি ফালুজা শহরে কয়েকটি উদ্বাস্তু শিবির পরিচালনা করছে। এনআরসি বলছে, ইউফ্রেটিস নদী পার হওয়ার সময় বহু সাধারণ মানুষ উগ্র সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে।

এর আগে, গত বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছিলেন, সন্ত্রাসীরা ফালুজা শহরে বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সে কারণে ফালুজা শহর মুক্ত করার অভিযান কিছুটা মন্থর করা হয়েছে। তবে, বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হয়ে আসার জন্য কিছু নিরাপদ পথ তৈরি করা হয়েছে। কিন্তু এনআরসি’র প্রতিবেদন অনুসারে, বেসামরিক লোকজনের জন্য কার্যকর নিরাপদ পথ করা যায় নি বলেই মনে হচ্ছে।#

 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬

 

ট্যাগ