জুন ০৯, ২০১৬ ০০:২০ Asia/Dhaka
  • ফালুজার কাছে আরো এলাকা মুক্ত, মসুলে সন্ত্রাসীদের ডিপোতে বোমা

ইরাকের আল-আনবার প্রদেশের কৌশলগত ফালুজা শহরের আশপাশের আরো কিছু এলাকা মুক্ত করেছে দেশটির সামিরক বাহিনী। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এসব এলাকা দখল করে রেখেছিল।

আরবি ভাষার সংবাদ মাধ্যম আস-সুমারিয়া জানিয়েছে, ইরাকের বাহিনী আজ (বুধবার) ফালুজা শহরের কাছে আশ-শুহাদা আস-সানিয়া এলাকা পুনর্দখল করে। আস-সুমারিয়ার খবর অনুসারে, ইরাকি সেনারা আশ-শুহাদা আস-সানিয়া এলাকা পুনর্দখল করে সেখানকার প্রধান সরকারি ভবনে ইরাকের জাতীয় পতাকা উড়িয়ে দেয়। এরপরও সেনারা তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে।

মঙ্গলবার ফালুজা লিবারেশন অপারেশনের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল ওয়াহাব আস-সাদি জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে ফালুজা শহর সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হবে। এর একদিন পর সেখানকার আরো এলাকা মুক্ত করার খবর এল। এদিকে, মসুলের একটি তেল ডিপোতে ইরাকের বিমান বাহিনী হামলা চালিয়েছে। ডিপোটি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে ছিল। ইরাকের বিভিন্ন সূত্র বলেছে, দায়েশের নিয়ন্ত্রণে থাকা অন্যতম প্রধান তেল ডিপো এটি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮

 

ট্যাগ