জুন ১৩, ২০১৬ ১৬:১৭ Asia/Dhaka
  • ইরাকের ফালুজায় দায়েশ নিজেদের ১৯ সন্ত্রাসীকে হত্যা করেছে

ইরাকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ আবারো নিজেদের ১৯ সন্ত্রাসীকে হত্যা করেছে। গুরুত্বপূর্ণ কৌশলগত শহর ফালুজায় চলমান ইরাকি সেনা অভিযানের মুখে যুদ্ধক্ষেত্র ত্যাগ করার অভিযোগে তাদেরকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইরাকের আশ-শুহাদা এবং আন-নাসাফ এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার কারণে উগ্র গোষ্ঠী দায়েশ নিজেদের ১৯ সন্ত্রাসীকে হত্যা করেছে বলে আজ (রোববার) দেশটির আস-সুমারিয়া টেলিভিশন জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ফালুজার কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্কয়ারে নিয়ে প্রত্যেকের মাথায় গুলি করে এসব ব্যক্তিদেরকে হত্যা করা হয়।

গত ২২ জুন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দায়েশ নিয়ন্ত্রিত ফালুজা শহর মুক্ত করার অভিযান শুরুর ঘোষণা দেন। রাজধানী বাগদাদ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ফালুজা শহরটি ২০১৪ সাল থেকে দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩

 

ট্যাগ