জুন ০৮, ২০২৩ ১৭:৪২ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের সাবেক কমান্ডার মানি লিবার্টি বলেছেন, যুদ্ধ হলে লেবাননের সঙ্গে লড়াই করাটা কঠিন হবে। হিজবুল্লাহ অত্যন্ত কঠিন শত্রু। তাদের রয়েছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। এ অবস্থায় লেবাননের ভেতরে প্রবেশ করাটা পাগলামি।

লেবাননের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধে গেলে সেদেশের ভূখণ্ডের গভীরে কমান্ডো বাহিনী পাঠানো হবে পাগলামি। এটা কেবল তখনি করা হবে যখন আর কোনো উপায় সামনে থাকবে না।

সম্প্রতি ইসরাইলি কমান্ডারেরা কয়েকটি ফ্রন্টে একসঙ্গে লড়াই চালানোর সম্ভাব্যতা যাচাই করছে এবং তা নিয়ে কথা বলছে।

এরই অংশ হিসেবে সম্প্রতি ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, আগামীতে কোনো যুদ্ধ বাধলে তারা নজিরবিহীন হুমকির মুখে পড়বে। তিনি উত্তর ইসরাইলে চলমান সামরিক মহড়া পরিদর্শনকালে এ স্বীকারোক্তি দেন।

গ্যালান্ট বলেন, তিনি নতুন কোনো যুদ্ধের বিষয়ে উদ্বিগ্ন। যুদ্ধ বাধলে দেশের অভ্যন্তরে যে হুমকি মোকাবেলা করতে হবে তা গত ৭৫ বছরের ইতিহাসে আর ঘটেনি। সংকটপূর্ণ পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত হতে তিনি সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।

এর আগেও ইসরাইলের কয়েকজন সামরিক কমান্ডার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কয়েকটি ফ্রন্টে যুদ্ধে জড়াতে হলে দেশ ভেতর থেকেই ধ্বংস হয়ে যেতে পারে। কারণ ইসরাইলের অভ্যন্তরীণ পরিস্থিতি নাজুক।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ