বিভিন্ন ক্ষেত্রে ইরানের অগ্রগতি অবিশ্বাস্য: সৈয়দ সামাদুল হক
(last modified Sat, 10 May 2025 11:43:34 GMT )
মে ১০, ২০২৫ ১৭:৪৩ Asia/Dhaka
  • তৃতীয় সোব্‌হ ইন্টারন্যাশনাল মিডিয়া ফেস্টিভাল
    তৃতীয় সোব্‌হ ইন্টারন্যাশনাল মিডিয়া ফেস্টিভাল

পার্সটুডে: ইরানের অগ্রগতি বিশেষ করে মিডিয়া জগত এবং অর্কেস্ট্রার ভুবনে ইরানের অগ্রযাত্রা অবিশ্বাস্য। বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল 'বাংলা টিভি'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক ওই মন্তব্য করেন।

সম্প্রতি তিনি ইরান সফরে এসেছেন 'দ্য সোব্‌হ ইন্টারন্যাশনাল মিডিয়া ফেস্টিভালে' আমন্ত্রিত অতিথি হয়ে। ফেস্টিভালটি অনুষ্ঠিত হয় ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র একটি অডিটোরিয়ামে। এশিয়া ইউরোপসহ ত্রিশটিরও বেশি দেশের মিডিয়া ব্যক্তিত্বগণ প্রতিনিধিসহ অংশ নিয়েছেন ওই ফেস্টিভালে। 

মুজতাবা ইব্রাহিমি ও সৈয়দ সামাদুল হক (ডানে)

ইরান সরকারের আমন্ত্রণে এসে ওই ফেস্টিভালে যোগ দিয়ে তিনি অবাক হয়ে যান বলে জানিয়েছেন। কর্তৃপক্ষ বিভিন্ন স্পটে তাঁকে নিয়ে যায়। সেসব নিয়ে তাঁর ভালো লাগার অনুভূতি শেয়ার করতে গিয়ে তিনি বলেন: পশ্চিমা মিডিয়া সূত্রের বয়ানের কারণে ইরান সম্পর্কে বিশ্ববাসীর ধারণা ভিন্ন। ওই ধারণা যে ভুল এবং বিভ্রান্তিতে ভরা তা তিনি স্বীকার করেন অকপট ও দ্বিধাহীনভাবে। ইরান সম্পর্কে তাঁর ধারনা আর বাস্তবতা সম্পূর্ণ বিপরীত বলে জানান তিনি। 

ফেস্টিভালের অবকাশে তিনি আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের বাংলা বিভাগের বিশেষ টক-শো 'খোলাদৃষ্টি'-তে আরও বলেন: মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে মধ্যপ্রাচ্যের বহু সংকট সহজেই দূর হতে পারে। এ ব্যাপারে তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী একটি দেশ হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলা বিভাগ পরিদর্শনে এলে পরিচালক জনাব মুজতাবা ইব্রাহিমি জনাব সামাদকে স্বাগত জানান এবং মিডিয়া ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে দীর্ঘ আলাপ করেন।  

তৃতীয় সোব্‌হ ইন্টারন্যাশনাল মিডিয়া ফেস্টিভাল

জনাব সামাদুল হক ইরান সম্পর্কে প্রকৃত সত্য জানতে ভ্রমণকারীদের বিভ্রান্ত না হয়ে দেশটি সফরের আহ্বান জানান। সেইসঙ্গে তিনি ইরানের মিডিয়া জগতের অগ্রগতি এবং অর্কেস্ট্রার উন্নতিকে বিস্ময়কর বলেও মন্তব্য করেন।

৩ থেকে ৮ মে পর্যন্ত তৃতীয় 'দ্য সোব্‌হ ইন্টারন্যাশনাল মিডিয়া ফেস্টিভাল তেহরানে অনুষ্ঠিত হয়।#  

পার্সটুডে/নাসির মাহমুদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।