আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ীদের শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i149148-আবদুল_হামিদের_দেশত্যাগের_ঘটনায়_দায়ীদের_শাস্তি_পেতেই_হবে_স্বরাষ্ট্র_উপদেষ্টা
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১০, ২০২৫ ১৫:৪৪ Asia/Dhaka
  • বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে কারা জড়িত, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (শনিবার) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, কেউ কেউ সংযুক্ত রয়েছেন। তদন্ত কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি দেখবে। যারা দায়ী, শাস্তি তাদের পেতেই হবে।’

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি আইনগত প্রক্রিয়ার অংশ, ইন্টারপোল সেই অনুযায়ী কাজ করছে।’

ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘২০১১ সালের পর আমার আর ইমিগ্রেশন পার হওয়া হয়নি। তাই এখনকার প্রক্রিয়া কেমন, তা জানতেই এই পরিদর্শন। ইমিগ্রেশন আগের তুলনায় অনেক উন্নত ও সময়োপযোগী হয়েছে।’

পরিদর্শনকালে যাত্রীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেন।#

পার্সটুডে/জিএআর/১০