দাসত্বের ক্ষতিপূরণ আদায়ের জন্য আফ্রিকান নেতাদের ঐক্যবদ্ধ করছে ঘানা
পার্সটুডে - দাসত্বের জন্য ক্ষতিপূরণ দাবি করে একটি বিশ্বব্যাপী প্রতিনিধিদলের সাথে বৈঠকে ঘানার প্রেসিডেন্ট ইউরোপীয় শক্তিগুলোর কাছ থেকে দাসত্ব এবং উপনিবেশবাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য আফ্রিকান কর্তৃপক্ষ এবং জনগণের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন।
রোববার "আটলান্টিক মহাসাগরের ওপারে আমেরিকায় আফ্রিকান দাসদের স্থানান্তর" (আটলান্টিক মহাসাগরের ওপারে আমেরিকায় আফ্রিকান দাসদের স্থানান্তর) এর ক্ষতিপূরণ দাবি করে একটি বিশ্বব্যাপী প্রতিনিধিদলের সাথে বৈঠকে ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহামা আফ্রিকা মহাদেশের জনগণ এবং বিদেশে বসবাসকারী আফ্রিকানদের দাসত্ব এবং উপনিবেশবাদের অবদমিত ইতিহাসের আখ্যান গ্রহণ এবং এটিকে ঐক্য এবং সর্বজনীন সংহতির অক্ষ হিসাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
পার্সটুডে অনুসারে, আফ্রিকা, ক্যারিবিয়ান, ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল আফ্রিকান ইউনিয়নের এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ অগ্রাধিকারমূলক পদক্ষেপের জন্য একটি পরিকল্পনা উপস্থাপন করেছে এবং ঘানার প্রেসিডেন্ট এই দিকে আফ্রিকান নেতাদের একত্রিত করার আহ্বান জানিয়েছে।
এই বৈঠকে মাহামা ঘানার প্রথম প্রেসিডেন্ট "কোয়ামে নক্রুমা" এবং আফ্রিকা মহাদেশের অন্যান্য "প্যান-আফ্রিকানবাদী" নেতাদের প্রশংসা করার সময় উল্লেখ করেন যে প্যান-আফ্রিকান আদর্শ এবং সমস্ত আফ্রিকান জনগণের ঐক্যের সাথে সম্পর্কিত ঘানার পতাকার কালো তারকাটি দেশের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
ঘানার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে আগামী বছর জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি একটি আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে ট্রান্সআটলান্টিক দাস ব্যবসাকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তুলে ধরবেন।
মাহামা আরও বলেন, "দাসত্ব, উপনিবেশবাদ, গণহত্যা এবং বর্ণবাদের কারণে আফ্রিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা এই অপরাধগুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়ার এবং ন্যায়বিচার প্রচার এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য আইনি, প্রাতিষ্ঠানিক এবং আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানাই।" ঘানার প্রেস জোর দিয়ে বলেন যে দাসত্বের ক্ষতিপূরণের মধ্যে ঋণ বাতিল, আর্থিক ক্ষতিপূরণ, চুরি যাওয়া ঐতিহাসিক জিনিসপত্র ফেরত দেওয়া এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মতো বাস্তব ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকা উচিত।
আফ্রিকান ইউনিয়ন ফেব্রুয়ারিতে একটি প্রোগ্রাম চালু করে যাতে আফ্রিকান দেশগুলো কী ধরণের ক্ষতিপূরণ পাবে সে সম্পর্কে একটি "সাধারণ দৃষ্টিভঙ্গি" তৈরি করা যায় - আর্থিক ক্ষতিপূরণ এবং মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সংস্কার পর্যন্ত।#
পার্সটুডে/এমবিএ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন