অক্টোবর ২১, ২০২৩ ১৯:০৫ Asia/Dhaka
  • ইসরাইল সন্ত্রাসবাদী, উপসাগরীয় সরকারগুলো আমেরিকার গোলাম: মাওলানা কালবে জাওয়াদ 

ফিলিস্তিনের ওপরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলায় কয়েক হাজার মানুষ হতাহত হওয়ার মধ্যে ভারতের বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ ইসরাইলকে সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন।  

উত্তর প্রদেশের আলিগড়ে দেওয়া বিবৃতিতে তিনি উপসাগরীয় দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীতদাস বলে উল্লেখ করেছেন। আজ (শনিবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’-এ প্রকাশ- মাওলানা কালবে জাওয়াদ বলেছেন, শরণার্থী হিসেবে  ফিলিস্তিনে পৌঁছেছিল ইসরাইলিরা। আজ তাদের জমি দখল করে সেখানে বোমাবর্ষণ করে সন্ত্রাস ছড়াচ্ছে। উপসাগরীয় সরকারগুলো আমেরিকার গুলাম। সেজন্য তারা  কোনো কথা বলছে না। আমেরিকাকে তার ব্যবসা করতে হবে, সেজন্য যুদ্ধ চালাচ্ছে।   

‘৭০ বছর ধরে একনাগাড়ে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালিয়ে আসছে’    

মাওলানা কালবে জাওয়াদ বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনের ওপর নতুন কোনো  নৃশংসতা চালাচ্ছে না। তারা গত ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এক লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরাইল কী সন্ত্রাসী নয়? ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে টার্গেট করা হচ্ছে।  

'সব আরব দেশ ক্রীতদাসে পরিণত হয়েছে' 

তিনি আরও বলেন, এ সব মুসলমানদের নিয়ে খেলা হচ্ছে। আরবের সব দেশই ক্রীতদাস। তাদের মর্যাদা একজন গোলামের চেয়ে বেশি নয়। তাদের কারণে ফিলিস্তিনিরা নিহত হচ্ছে। আমেরিকার অর্থনীতি তখনই চলে যখন তার অস্ত্র বিক্রি হয়। 

ওলানা কালবে জাওয়াদ বলেন, ‘হাসপাতালে হামলার বিষয়ে বলা হচ্ছে  ফিলিস্তিনি রকেট ভুলভাবে বিস্ফোরণ হয়েছে। কিন্তু ফিলিস্তিনের যদি এত শক্তিশালী রকেট থাকত, তাহলে ইসরাইলের দিকে ৫০০০ রকেট নিক্ষেপ করত এবং সেক্ষেত্রে ইসরাইল ধ্বংস হয়ে যেত। তাদের ঘরে তৈরি ছোট রকেট আছে, সেগুলো দিয়ে হাসপাতাল উড়ে যাবে কী করে?’    

‘হামাসের লোকেরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। ভগত সিং এবং সুভাষ চন্দ্র বসুও ব্রিটিশদের কাছে সন্ত্রাসী ছিলেন। ব্রিটিশদের চোখে সবাই ছিল সন্ত্রাসী।  আমাদের জন্য তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। সব কিছুর আগে এই যুদ্ধ বন্ধ করতে হবে’ বলেও মন্তব্য করেছেন বিশিষ্ট শিয়া আলেম মাওলানা কালবে জাওয়াদ।   #

পার্সটুডে/এমএএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ