নভেম্বর ১৪, ২০২৩ ০৯:৩৮ Asia/Dhaka
  • হিজবুল্লাহ সেনা
    হিজবুল্লাহ সেনা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষতি করার ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইলি বিমান বাহিনীর কার্যকারিতা সাম্প্রতিক দিনগুলোতে কমে গেছে বলে ইসরাইলি টিভি চ্যানেলগুলো খবর দিয়েছে। ইসরাইলি বিমান বাহিনীর সক্ষমতা কীভাবে অচল করে দিতে হয় তা লেবাননের এই প্রতিরোধ আন্দোলন রপ্ত করেছে বলে চ্যানেলগুলো জানিয়েছে।

ইসরাইলের ১৩ নম্বর চ্যানেল গতকাল (সোমবার) এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলি বিমান বাহিনী এখন আর লেবানন সীমান্তের ওপারে গিয়ে অভিযান চালিয়ে সুবিধা করতে পারছে না; কারণ, ওই বাহিনীর সামরিক সক্ষমতা অচল করে দেয়ার কৌশলে সফলতা দেখিয়েছে হিজবুল্লাহ।

চ্যানেলটি বলেছে, উল্টো সীমান্তের ওপার থেকে হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ইসরাইলের ১২ নম্বর চ্যানেলকে একজন সামরিক বিশেষজ্ঞ বলেছেন, রোববার হিজবুল্লাহ যেভাবে ইসরাইলি সেনা অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তা তেল আবিবের জন্য লজ্জা বয়ে এনেছে।

বিভিন্ন রিপোর্টে জানা গেছে, গত মাসের শেষ দিকে হিজবুল্লাহ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি গোয়েন্দা ড্রোনগুলো ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয় এবং তা বাস্তবায়নে সাফল্য পায়। ইহুদিবাদী বাহিনী লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করার কাজে এসব ড্রোন ব্যবহার করে।

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত শনিবার এক বক্তব্যে বলেছেন, গাজা উপত্যকায় পাশবিক হামলা বন্ধ করার জন্য তার সংগঠনের যোদ্ধারা ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি করে যাবে। গাজায় গত ৭ অক্টোবর থেকে প্রায় ১২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা যাদের বেশিরভাগই নারী ও শিশু।

হিজুবল্লাহ নেতা বলেন, তার বাহিনী হেভি-কেলিবারের বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।  ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে এই ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান। #

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ