ডিসেম্বর ০৫, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • ইসরাইলি সৈন্যরা গণমাগ্যমকে গাজার আল-শিফা হাসপাতালের নীচে একটি ভূগর্ভস্থ টানেল দেখায়। ছবি: এপি
    ইসরাইলি সৈন্যরা গণমাগ্যমকে গাজার আল-শিফা হাসপাতালের নীচে একটি ভূগর্ভস্থ টানেল দেখায়। ছবি: এপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা হামাসের টানেলগুলো সমুদ্রের পানি দিয়ে ভরে দেয়ার পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরাইল। দখলদারদের দাবি, এসব টানেল ব্যবহার করে হামাসের যোদ্ধারা। ফলে এগুলো ধ্বংস করতে পারলে হামাসকে ধ্বংস করা যাবে। 

এই চক্রান্ত বাস্তবায়নের জন্য গাজা সীমান্তে বেশ বড় আকারের পাঁচটি পাম্প জড়ো করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। মার্কিন ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, গাজার আল-শাতি শরণার্থীশিবির থেকে মাইলখানেক দূরে এসব পাম্প বসানো হয়েছে। এসব পাম্প ব্যবহার করে প্রতি ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি টানেলগুলোতে ঢোকানো সম্ভব। পুরো কাজ শেষ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে ওয়ালস্ট্রিট জার্নাল চেষ্টা করলেও ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। 

ইসরাইলের পক্ষ থেকে গত মাসে এই পরিকল্পনার কথা আমেরিকাকে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। তবে ইসরাইলি কর্তৃপক্ষ পরিকল্পনা বাস্তবায়নে কত দূর এগিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নন তারা। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ইসরাইল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

২০০৭ সাল থেকে গাজা উপত্যকা অবরুদ্ধ রয়েছে। সেখানে পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্য ইসরাইলের অনুমতি নিতে হয়। এমন পরিস্থিতিতে ইসরাইলকে এড়িয়ে এসব টানেলের মাধ্যমে গাজায় পণ্য আনা-নেয়া করা হয়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫

 

 

 

ট্যাগ