ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:১৮ Asia/Dhaka
  • গাজার এক হাসপাতালে ফিলিস্তিনিদের লাশ
    গাজার এক হাসপাতালে ফিলিস্তিনিদের লাশ

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের প্রধান হাসপাতালের পরিচালক আহমেদ আবু-কাহলুতকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে দখলদার সেনারা। আবু-কাহলুত ওই অবরোধের সমালোচনা করে চিকিৎসা সেবার ওপর এর মারাত্মক ধ্বংসাত্মক প্রভাবের নিন্দা জানিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, ইসরাইলি সেনারা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। গত পাঁচ দিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছিল ইসরাইলি সেনারা। গতকাল (মঙ্গলবার) তারা হাসপাতালটিতে হামলে পড়ে এবং সেখানকার প্রচুর মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

ইসরাইলি সেনারা মূলত দুই মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় চরম পাশবিকতা চালিয়েও হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের খোঁজ পায়নি। এ কারণে তারা বেপরোয়া হয়ে হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জা, জাতিসংঘের স্থাপনাসহ সব জায়গায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার সেনাদের ধারনা, এভাবে ধ্বংসযজ্ঞ চালালে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি বন্দিদের মুক্তি দিতে বাধ্য হবে।

ইসরাইলি সেনাদের হাতে অপহৃত হওয়ার আগে কাহলুত তার হাসপাতাল অবরোধ করে রাখার তীব্র সমালোচনা করে বলেছিলেন, এর ফলে আহতদের চিকিৎসাসেবা দিতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। তিনি বলেন, হাসপাতালে কোনো বিদ্যুৎ, খাবার কিংবা পানি নেই। হাসপাতালে অক্সিজেনের অভাবে তিনটি শিশুর মৃত্যু হয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতালে প্রবেশকারী ও হাসপাতাল ত্যাগকারী যে কারো ওপর ইসরাইলি ড্রোন থেকে হামলা করা হচ্ছে। ইসরাইলি সেনারা হাসপাতালটির পানির সিস্টেম ধ্বংস করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, হাসপাতাল কর্মীরা এখন ভূগর্ভস্থ পানি হাতে হাতে করে উঠিয়ে কোনোমতে জরুরি প্রয়োজনে ব্যবহার করছে। #

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ