ডিসেম্বর ২২, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • ইয়েমেনিদের হাতে আটক ইসরাইলি জাহাজ
    ইয়েমেনিদের হাতে আটক ইসরাইলি জাহাজ

বিশ্বের আরো কয়েকটি জাহাজ কোম্পানি লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। লোহিত সাগরে ইসরাইল অভিমুখী যেকোন জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী হামলা চালানোর ঘোষণা দেয় এবং সেখানে কয়েকটি জাহাজ আটক করার পর জাহাজ কোম্পানিগুলো এই পদক্ষেপ নিতে শুরু করেছে।

গতকাল (বৃহস্পতিবার) নরওয়ের জাহাজ পরিচালনা কোম্পানি গ্রাম কার ক্যারিয়ার্স লোহিত সাগরে তাদের জাহাজ পরিচালনা স্থগিত করার ঘোষণা দিয়েছে। এই কোম্পানিটি শুধুমাত্র গাড়ি পরিবহন করে। কোম্পানিটি জানিয়েছে, লোহিত সাগরের রুটে তাদের জাহাজ পরিচালনায় বাধা দেয়া হয়েছে।

এর আগে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান ও চীনা জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা থেকে পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেয়ার কথা বলে এডেন উপসাগর ও লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন কয়েকটি দেশ একটি টাস্ক ফোর্স গঠন করেছে। কিন্তু বিশ্বের জাহাজ পরিচালনা কোম্পানিগুলো এই টাস্ক ফোর্সের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি, যার কারণে তারা লোহিত সাগরের রুটে জাহাজ পরিচালনা স্থগিত করেছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ