জানুয়ারি ২৪, ২০২৪ ১৯:৫৭ Asia/Dhaka
  • তুরস্ক সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তুরস্ক সফরে গেছেন। তার সঙ্গে রয়েছে একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল।

তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট রায়িসি তুর্কি প্রেসিডেন্টে রজব তাইয়েব এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে বিশেষ করে গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন নিয়ে আলোচনা করবেন।

তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে প্রেসিডেন্ট রায়িসি সাংবাদিকদের জানান, আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তার এই পরিকল্পিত সফরের প্রধান বিষয়বস্তু। তবে এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হবে গাজা যা সমস্ত মুসলিম এবং সচেতন মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের বিষয়ে ইরান এবং তুরস্কের অভিন্ন অবস্থান রয়েছে।

ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলে বোমাবর্ষণ বন্ধ করার জোরালো প্রচেষ্টা চলছে কিন্তু সেটি এখনো সম্ভব হয়নি ইসাইলের প্রতি মার্কিন সমর্থনের কারণে। তবে আমরা নিশ্চিত যে, ফিলিস্তিনিদের বিজয় হবে এবং ইসরাইল ধ্বংস হবে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ