ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১৯:২৩ Asia/Dhaka
  • গাজা: রাফাহতে ইসরাইলি হামলায় বহু শহীদ; নাসের হাসপাতালের কার্যক্রম বন্ধ

ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আজ গাজার রাফাহ শহরের উত্তর, দক্ষিণ ও পূর্ব অংশে আকাশ, ভূমি ও সাগর থেকে হামলা চালিয়েছে। রাফাহ শহরকে নিরাপদ হিসেবে ঘোষণা করার পর এখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। এবার সেই রাফাহতেও গণহত্যা শুরু করেছে পাষণ্ড ইসরাইলি বাহিনী।

আজকের হামলায় নারী ও শিশুসহ বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অন্যান্য স্থান থেকে এসে যেসব এলাকায় ফিলিস্তিনি শরণার্থীরা আশ্রয় নিয়েছেন সেসব এলাকাকে বোমা মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে।

রাফাহ শহরের উপকূলীয় এলাকাতেও হামলা হয়েছে। সাগর থেকে ছোড়া গোলা ও ক্ষেপণাস্ত্র উপকূলীয় এলাকার পাশাপাশি শহরের ভেতরেও এসে পড়ছে। রাফাহ'র পাশাপাশি গাজার অন্যান্য এলাকাতেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

এদিকে, গাজার দ্বিতীয় বৃহত্তম নাসের হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাসপাতালটিতে বিমান ও স্থল হামলার পাশাপাশি সেটিকে পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, হাসপাতালের ভেতরে বর্তমানে মাত্র চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা রোগীদের সেবা দিচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, নাসের হাসপাতালে গত শুক্রবার থেকে তাদের কোনো কর্মীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রায় দুইশ' রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, এদের মধ্যে অন্তত ২০ জনকে জরুরি ভিত্তিতে অন্য হাসপাতালে স্থানান্তর করা দরকার। চিকিৎসার অভাবে এসব রোগীর মৃত্যু হতে পারে বলে তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ