ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১২:২৮ Asia/Dhaka
  • গাজায় অব্যাহত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে

জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ করে তুলতে পারে।

গতকাল (রোববার) রাজধানী আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাবরিয়েলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আয়মান সাফাদি। তিনি বলেন "প্রতিটি দিন যুদ্ধের সাথে পার হয় এবং মধ্যপ্রাচ্যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি বাড়ায়; এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পায়"।

চলতি বছর মধ্যপ্রাচ্যে আগামী দশ মার্চ থেকে পবিত্র রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলের আগ্রাসনে সৃষ্ট মানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এরইমধ্যে জর্দান মধ্যপ্রাচ্যে ‘শান্তিনির্মাতা’ হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা আম্মানের এই প্রচেষ্টাকে সমর্থন করি।”#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ