মার্চ ১৭, ২০২৪ ১৫:৪২ Asia/Dhaka
  • লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা
    লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা

লেবাননি বংশোদ্ভূত ইরানি অনলাইন অ্যাকটিভিস্ট কানা উপনিবেশবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের নানা পদক্ষেপের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, 'নোংরা সাম্রাজ্যবাদ পশ্চিমাদের উপনিবেশবাদী নীতি, গুন্ডামি, লুট-তরাজ ও যুদ্ধ-বিগ্রহকে পুরোপুরি সমর্থন দেয়; অন্যদিকে চরম জুলুম ও বর্বরতার মোকাবেলায় মজলুম মানুষের প্রতিরোধ তথা আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করে। কাজেই আমাদের হাতে অবশ্যই অস্ত্র থাকতে হবে। যেভাবেই হোক আমাদেরকে অস্ত্র সংরক্ষণ করতে হবে। অস্ত্রধারী প্রতিরোধকামী সংগ্রামীদেরকে আমাদের চোখের মণি হিসেবে গণ্য করতে হবে।'

কানা'র এক্স পোস্ট

 

অনলাইন অ্যাকটিভিস্ট কানা'র বাবা ইরানি, আর মা লেবাননি। লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বর্তমানে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ