মার্চ ২১, ২০২৪ ১৬:৪৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনে গণহত্যার সমর্থকদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে
    ফিলিস্তিনে গণহত্যার সমর্থকদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে

এক্স পেজের নিউজ চ্যানেলে (সাবেক টুইটার) বলা হয়েছে, ইসরাইলি গণহত্যায় জড়িত অপরাধী ও তাদের সমর্থকদের মৃত্যুদণ্ড দেয়ার ওপরেই বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়টি নির্ভর করছে।

এক্স পেজের নিউজ চ্যানেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেন এবং উইকিলিকসের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসকারী জুলিয়ান অ্যাসাঞ্জের ছবি প্রকাশিত হয়েছে।

এতে আরো বলা হয়েছে, একটি ন্যায়বিচারপূর্ণ বিশ্বে জুলিয়ান অ্যাসাঞ্জের মতো ব্যক্তিরা  স্বাধীনভাবে গাজায় চলমান গণহত্যার ব্যাপারে তথ্য তুলে ধরতে পারতেন এবং জো বাইডেন, বেনইয়ামিন নেতানিয়াহু ও উরসুলা ভন ডার লেনের মতো ব্যক্তিদের মৃত্যুদণ্ড হতো।

ফিলিস্তিনি জনগণের ওপর পরিচালিত পরিকল্পিত গণহত্যায় ইসরাইলের সাথে পশ্চিমারা সরাসরি জড়িত।

দখলদার ইসরাইল গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড অব্যাহত রাখলেও পশ্চিমা দেশগুলো ইসরাইলকে সমর্থন করে চলেছে। পশ্চিমারা  মানবাধিকারের দাবিদার হলেও সমস্ত মানবিক দিক ও নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে নজিরবিহীন এই আগ্রাসনে ইসরাইলকে সামরিকসহ সব রকম সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ