এপ্রিল ১৬, ২০২৪ ১৬:০৮ Asia/Dhaka
  • ইউক্রেনের জন্য সহায়তা বিল ভোটাভুটিতে দেবেন মার্কিন হাউস স্পিকার

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য নতুন যে বিল উত্থাপন করা হয়েছে তা তিনি চলতি সপ্তাহে ভোটাভুটিতে দেবেন। গতকাল (সোমবার) আমেরিকার কয়েকটি গণমাধ্যম এ খবর দিয়েছে। 

গত কয়েক মাস ধরে এই সহায়তা বিল নিয়ে আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের মধ্যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বিলটি ভোটাভুটিতে দিলে তা পাসের সম্ভাবনা কম। কারণ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এ দুটি দল বেশিরভাগ সময় অভিন্ন নীতি গ্রহণ করে আসছে যার কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দুই দল থেকে বিল পাসের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট নিশ্চিত হতেও পারে। অবশ্য রিপাবলিকান দলের নেতা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিল আটকে দেয়ার জন্য দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম বলছে, চলতি সপ্তাহে সামরিক সহায়তা সংক্রান্ত এ বিলটি স্পিকার জনসন ভোটাভুটিতে দেবেন। এই বিলে ইউক্রেনকে বাড়তি সামরিক সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি চলতি সপ্তাহে আরেকটি সামরিক সহায়তা বিল তোলা হবে যাতে ইহুদিবাদী ইসরাইল এবং তাইওয়ানকে সামরিক সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়েছে। 

এর আগে গত অক্টোবরে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যরা ইউক্রেনকে বাড়তি সামরিক সহযোগিতা দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। ওই প্রস্তাবে ৬,১০০ কোটি ডলারের সহায়তা দেয়ার প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।#

পার্সটুডে/এসআইবি/১৬

 

ট্যাগ