মার্চ ২৬, ২০২৪ ১৩:৩৮ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান ও বোরেল (ডানে)
    আব্দুল্লাহিয়ান ও বোরেল (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা এবং আমেরিকার জাতীয় স্বার্থ- দুটোকেই জিম্মি করেছেন। নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই অপকৌশল নিয়েছেন বলে আমির আবদুল্লাহিয়ান মন্তব্য করেন।

গতকাল (সোমবার) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরোলের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জোসেফ বোরেলের সঙ্গে আলোচনা করেন।

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা গাজা উপত্যকার আশ-শিফা হাসপাতালে সম্প্রতি যে গণহত্যা এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ চালিয়েছে সেসব বিষয় আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক সংকট অব্যাহত থাকা এবং গাজাবাসীকে না খাইয়ে মারার ইসরাইলি চক্রান্ত গাজা পরিস্থিতিকে শতাব্দীর সবচেয়ে বড় সংকটে পরিণত করেছে। তিনি ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের অবসান এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পাঠানোর প্রয়োজনীয়তার বিষয়ে বোরেলের অবস্থানের প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে তদন্ত করার জন্য আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

ফোনালাপে জোসেপ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন গাজায় মানবিক সহায়তা পাঠানো এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর সমর্থন অব্যাহত রাখার পরিকল্পনা করছে।

ইইউ’র এ সিনিয়র কূটনীতিক রাফাহ শহরে ইসরাইলের স্থল আগ্রাসন পরিকল্পনার বিরোধিতা করেন। পাশাপাশি গাজার বেসামরিক নাগরিকদের ক্ষুধার্ত রাখার জন্য অবৈধ ইসরাইল সরকারের সমালোচনা করেন বোরেল।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ