এপ্রিল ১৪, ২০২৪ ১৭:০৯ Asia/Dhaka
  • গোলান মালভূমি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়লো হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়ে হামলা করেছে। আজ (রোববার) সকালের দিকে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইহুদিবাদী ইসরাইলের নাফাহ, ইয়ার্ডান এবং কিলা সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। এ বিষয়ে ইসরাইল এবং লেবাননের গণমাধ্যমও কোনো তথ্য দেয়নি। 

ইসরাইলের কান টিভি জানিয়েছে, গোলান মালভূমির কাৎজরিন ইহুদি বসতির কাছে অবস্থিত একটি সামরিক ফাঁড়ি লক্ষ্য করে কমপক্ষে ৩০টি রকেট ছোড়া হয়েছে। এ সময় আশপাশের এলাকাগুলোতে সাইরেন বাজানো হয়। হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি দক্ষিণ লেবাননে যে হামলা করেছে তার জবাবে এই রকেট হামলা চালানো হয়। 

এদিকে, গতকাল সকালে থেকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের উত্তরাংশে আপার গ্যালিলিতে একঝাঁক রকেট দিয়ে হামলা চালায়। 

হিজবুল্লাহ বলে আসছে- ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ করলে তারাও ইসরাইলের ওপর হামলা বন্ধ করবে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৪

ট্যাগ