এপ্রিল ১৫, ২০২৪ ০৯:২০ Asia/Dhaka
  • ইয়াসের আল-হুরি
    ইয়াসের আল-হুরি

ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাকে ‘শক্ত ও উপযুক্ত’ প্রতিক্রিয়া বলে প্রশংসা করেছে ইয়েমেন। দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সচিব ইয়াসের আল-হুরি রোববার এক বক্তব্যে এ প্রশংসা করে বলেছেন, এই অভূতপূর্ব অভিযান মধ্যপ্রাচ্যের সব ধরনের হিসাব-নিকাষ বদলে দেবে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলের বিমান হামলার জবাবে শনিবার রাতে ইসরাইলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর আল-হুরি এ মন্তব্য করলেন।

তিনি বলেন, “গোটা বিশ্বের চোখের সামনে ইরান ইসরাইলকে শাস্তি দিয়েছে এবং এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাষ বদলে যাবে। তেল আবিব যদি ইরানের বিরুদ্ধে তার নির্বুদ্ধিতা চালিয়ে যায় তাহলে এই অভিযান হবে বড় ধরনের সংঘাতের ভূমিকা।”

সিরিয়ার এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলা প্রমাণ করেছে ইসরাইল একটি ‘ভুয়া’ রাষ্ট্র এবং আমেরিকা পৃষ্ঠপোষকতা সরিয়ে নিলেই এটি ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, ইহুদিবাদী সরকারকে আমেরিকা সৃষ্টি করেছিল এবং বর্তমানে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি কিছু আরব দেশ এটিকে টিকিয়ে রেখেছে। এসব দেশ যদি তাদের সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে এই মুহূর্তে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। #

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ