এপ্রিল ২৫, ২০২৪ ১৮:৩৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর অভিযানে এ পর্যন্ত ২০০০ ইহুদিবাদী সেনা হতাহত

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তারা দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ১,৬৫০টি অভিযান চালিয়েছে যাতে দুই হাজারের বেশি ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।

গতকাল (বুধবার) গাজা-ইসরাইল যুদ্ধের ২০০তম দিনে হিজবুল্লাহ এই তথ্য প্রকাশ করেছে। ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিনের ৩৪ হাজারের বেশি নাগরিক শহীদ হয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। 

হিজবুল্লাহ জানিয়েছে, তারা এ পর্যন্ত ইহুদিবাদীদের বিরুদ্ধে ৩৫২টি গোলন্দাজ হামলা চালিয়েছে, ৫৫টি ড্রোন এবং ৭২৭টি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য রকেট দিয়ে হামলা করেছে। এর পাশাপাশি ৫৪৬টি গাইড মিসাইল এবং মেশিনগান দিয়ে ৭৭টি হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধারা ৩৪৪টি বাঙ্কার এবং দুর্গ, ৩২৮টি কৌশলগত সরঞ্জাম, ৭২২টি ইহুদি বসতি, ৯২টি সামরিক যান, ৬৭টি কমান্ড সেন্টার, ৩৩ আর্টিলারি অবস্থান, পাঁচটি ড্রোন, পাঁচটি কথিত আয়রন ডোম মিসাইল প্ল্যাটফর্ম এবং ইসরাইলি সামরিক বাহিনীর দুটি ফ্যাক্টরি ধ্বংস করেছে। 

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের হামলার কারণে ২ লাখ ৩০ হাজার অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্য থেকে ৪৩টি বসতি থেকে পালিয়ে গেছে#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ