বিশ্বকে মোকাবেলা করার জন্য ইসরাইল আমেরিকার আরেকটি হাতিয়ার
https://parstoday.ir/bn/news/point_of_view-i136076-বিশ্বকে_মোকাবেলা_করার_জন্য_ইসরাইল_আমেরিকার_আরেকটি_হাতিয়ার
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার ব্যবহারকারী একজন ইরানি তার এক মন্তব্যে লিখেছেন, বিশ্বকে মোকাবেলা করার জন্য ইসরাইল আমেরিকার আরেকটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ২৮, ২০২৪ ১৪:৫১ Asia/Dhaka
  • বিশ্বকে মোকাবেলা করার জন্য ইসরাইল আমেরিকার আরেকটি হাতিয়ার
    বিশ্বকে মোকাবেলা করার জন্য ইসরাইল আমেরিকার আরেকটি হাতিয়ার

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার ব্যবহারকারী একজন ইরানি তার এক মন্তব্যে লিখেছেন, বিশ্বকে মোকাবেলা করার জন্য ইসরাইল আমেরিকার আরেকটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে।

আমির খোরাসানি নামে ওই ব্যক্তি এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন, 'হলিউডের মতো চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা, গ্লোবাল ট্রেড সিস্টেম প্রভৃতিকে আমেরিকা যেমন বিশ্বকে নিয়ন্ত্রণ করার মাধ্যম বা কৌশল হিসাবে ব্যবহার করে ঠিক তেমনি বিশ্বকে নিজের নিয়ন্ত্রণে বা নিজের ইচ্ছামতো চালানোর জন্য ইসরাইলকেও ব্যবহার করছে।

এক্স নেটওয়ার্ক ব্যবহারকারীর ছবি ও পোস্ট

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।