প্রতিবেশীর অধিকার কী? বিশ্বনবীর একটি গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ
(last modified Sat, 06 Apr 2024 13:42:17 GMT )
এপ্রিল ০৬, ২০২৪ ১৯:৪২ Asia/Dhaka
  • প্রতিবেশীর অধিকার কী? বিশ্বনবীর একটি গভীর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ

ইসলামে প্রতিবেশীর অধিকারের প্রতি যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করলে আমাদের বসবাসের পরিবেশটি হয় অনেক আনন্দদায়ক ও সুখময়। আর যে গ্রাম, পাড়া বা মহল্লার সবার মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকে সে সমাজের সকল মানুষের উন্নত মানসিক বিকাশ ঘটে।

আমাদের দয়ার নবী হযরত মুহাম্মাদ মুস্তফা (সা.) প্রতিবেশীদের অধিকার ও তাদের সঙ্গে ওঠাবসার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে গেছেন।

হাদিসে এসেছে, একদিন রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ করে বলেন: "আপনারা জানেন কি প্রতিবেশীর অধিকার কী?”

সাহাবীরা বললেন: “না ইয়া রাসূলুল্লাহ।”

এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এক প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর অধিকার সম্পর্কে যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন তা হচ্ছে:

“এক প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর অধিকার হচ্ছে এই যে, যদি সে অসুস্থ হয় তবে তাকে দেখতে যাবে, যদি তার মৃত্যু হয় তাহলে তার দাফন-কাফনে অংশ নেবে, যদি তোমার কাছে ঋণ চায় তাহলে তাকে কর্জে হাসানা [সুদমুক্ত ঋণ] দেবে; তার আনন্দে তাকে শুভেচ্ছা জানাবে এবং তার দুঃখে দুঃখী হবে ও সমবেদনা জানাবে; তোমার প্রতিবেশীর বাড়ির চেয়ে তোমার বাড়ি যেন এতটা উঁচু হয়ে না যায় যাতে তার বাড়ির বাতাসের প্রবাহ তোমার বাড়িতে আটকে যায়; যখন কোনো ফল কিনবে তখন সেখান থেকে কিছু ফল তোমার প্রতিবেশীকে দেবে, আর যদি না দিতে পারো তাহলে ফল কিনে এমনভাবে তোমার ঘরে নেবে যেন প্রতিবেশী দেখতে না পায়, এমনকি ওই ফল তোমার বাচ্চার হাতে দেবে না যাতে সে প্রতিবেশীর বাচ্চাকে তা দেখায় এবং সে কষ্ট পায়; এমনভাবে খাবার রান্না করবে না যাতে তার ঘ্রাণে প্রতিবেশী কষ্ট পায়, তবে যদি সে খাবার থেকে কিছুটা প্রতিবেশীকে দিতে পারো তাহলে অসুবিধা নেই।”

أَنَّ رَسُولَ اللَّهِ صلی الله علیه و آله قَالَ: أَتَدْرُونَ مَا حَقُّ الْجَارِ؟ قَالُوا: لَا. قَالَ: إِنِ اسْتَغَاثَکَ أَغِثْهُ وَ إِنِ اسْتَقْرَضَکَ أَقْرِضْه‏ ... وَ اِنْ مَرَضَ عُدْتَهُ وَ اِنْ اَصابَتْهُ مُصیبَةً عَزَّیْتَهُ. «بحار الانوار، ج 79، ص 93»

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ