আহলে বাইতের অনুসারীরা সবসময় দুর্নীতি এবং ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়
ইরানের সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের একজন সদস্য আত্ম-সমালোচনা, আত্ম-মূল্যায়ন এবং জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বলেছেন: "যে ব্যক্তি বা সমাজ নিজের কর্মকাণ্ডের জবাবদিহি করে না সে ব্যর্থতার জন্য ধ্বংস হয়ে যায়।"
ইরানের সাংস্কৃতিক বিপ্লবের সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান রহিমপুর আজগাদি হামিম প্রকল্পে (ছাত্রদের রাজনৈতিক-সাংস্কৃতিক ক্ষমতায়ন) অংশগ্রহণকারী প্রথম কাফেলার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পার্সটুডে অনুসারে, এই ভাষণে তিনি ভবিষ্যত গড়ার জন্য অতীতকে জানার ওপর গুরুত্ব দিয়ে তরুণ সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের বলেন, "অতীতকে না জেনে ভবিষ্যৎ গড়া যায় না। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবুন, আপনি কার উত্তরাধিকারী, আপনার আগের প্রজন্মের শিক্ষাবিদদের হয় যুদ্ধের ফ্রন্টে গুলি করা হয়েছিল অথবা গুপ্ত হত্যা করা হয়েছিল অথবা কুর্দিস্তান এবং সিস্তান প্রদেশে সন্ত্রাসীদের দ্বারা তাদের হত্যা করা হয়েছিল।
সৃষ্টির দর্শন ও নবী পরিবারকে সঠিকভাবে জানার গুরুত্ব
রহিমপুর আজগাদি আহলে বাইত (আ.)-এর ধর্ম জানা এবং বোঝার ক্ষেত্রে কিছু সাধারণ ভুলের সমালোচনা করে বলেন, আমরা ইমামদের নাম দেখতে অভ্যস্ত, প্রয়োজনে তারা আমাদের চোখের সামনে আসে। মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে উন্নতি ও শ্রেষ্ঠত্ব এবং শুধুমাত্র প্রয়োজনের খাতিরে আমাদের দ্বীন ও আহলে বাইতের কাছে যাওয়া উচিত নয়। তিনি আরো বলেন যে ধর্মীয় শিক্ষার আলোকে পৃথিবী হচ্ছে দুঃখ-কষ্ট ও সমস্যার স্থান এবং সৃষ্টি ও জীবন দর্শন হচ্ছে এই সমস্যাগুলোকে সর্বোত্তম উপায়ে অতিক্রম করা। তিনি জোর দিয়ে বলেন "যারা দুঃখ-কষ্ট ও কষ্টবিহীন পৃথিবী খুঁজছেন, তাদের দ্বীন ও আহলে বাইত (আ.)-এর ইমামদের সম্পর্কে সঠিক ধারণা নেই।"
যে এবাদত আমাদের পরিবর্তন করে না তার কোনো মূল্য নেই
আহলে বাইত এবং নবীর বংশধরদের থেকে ইমাম রেজা (আ.)-এর একটি বর্ণনা উল্লেখ করে যিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে সাফল্য চায় কিন্তু ঘাম ঝরায় না, ঝুঁকি নেয় না বা চেষ্টা করে না সে নিজেকে উপহাস করছে । তিনি জোর দিয়ে বলেন, " যদি আমরা প্রতি বছর হজ এবং মাশহাদে যাই, কিন্তু আমাদের আচরণ ও জীবনযাত্রার কোন পরিবর্তন না হয়, তবে তা অকেজো। তাই আমাদের উচিত আহলে বাইতের শিক্ষা আমাদের জীবনে অনুসরণ করা।
আত্মসমালোচনা
তিনি আত্ম-সমালোচনা, আত্ম-মূল্যায়ন এবং আত্ম-দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন " যে ব্যক্তি বা সমাজ যে নিজের হিসাব নেয় না সে ব্যর্থতার জন্য ধ্বংস হয়ে যায়। যে জনগণের সেবা করার কথা ভাবে না নিজেকে ধর্মীয় বলে দাবি করে কিন্তু সবার সঙ্গে 'মৃত্যু' বা শান্তি বিশ্বাস করে না সে কোনোভাবেই আহলে বাইলের প্রেমিক নন বা তিনি তাদের শিয়া নন।"#
পার্সটুডে/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।