সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ নিষেধের সর্বোত্তম উদাহরণ ছিলেন ইমাম হোসেইন (আ)
(last modified Wed, 07 Aug 2024 11:16:18 GMT )
আগস্ট ০৭, ২০২৪ ১৭:১৬ Asia/Dhaka
  • তেহরানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জুমা নামাজের ইমাম শেখ আজিজ বাবাই।
    তেহরানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জুমা নামাজের ইমাম শেখ আজিজ বাবাই।

তেহরানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জুমা নামাজের ইমাম বলেছেন, ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করার সর্বোত্তম উদাহরণ ছিল ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত এবং আশুরার অভ্যুত্থান।

তেহরানে জুমা নামাজের ইমাম মাওলানা শেখ আজিজ বাবাই 'ইমাম হোসেইন (আ.) ইসলাম ধর্মের পুনরুজ্জীবনকারী" শীর্ষক একটি ওয়েবিনারে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্সটুডে এবং মেহের নিউজ এজেন্সি এ খবর দিয়েছেন। শেখ আজিজ বাবাই বলেন, ভাল কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা ইসলামী শরীয়তের মূল চেতনা এবং ইসলামের সকল নবী ও ইমামরা এই বিষয়ে প্রধান দায়িত্ব পালন করে এসেছেন।

তিনি আরো বলেন, ধর্মে কিছু অনুসারী অজ্ঞতা এবং সঠিক জ্ঞানের অভাবে তারা তাদের নফসের অনুসারী হওয়ার কারণে দ্বীন থেকে বিচ্যুত হচ্ছে অথবা তারা তাদের দায়িত্ব ও কর্তব্যকে উপেক্ষা করে জালেমকে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করছে। এই কারণে সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে ইহুদিদের বিষয়ে তাদের ভাগ্যের দুর্ভোগ নিয়ে সতর্ক করেছেন।

সর্বোত্তম উম্মতঃ “আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।” (সূরা আল-ইমরানঃ ১০৪)

তিনি বলেন,  এটা সত্য যে যখনই কোনো সমাজে পাপ ও সীমালংঘন ছড়িয়ে পড়ে এবং বৃদ্ধি পায় এবং ভালোর আদেশ ও অসৎকাজের নিষেধের কারণে সে সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আসে না, তখনই এই পাপের বিস্তার ঘটে। সমগ্র সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শেখ বাবাই স্বীকার করেছেন: সূরা তওবার ৭১ নং আয়াতে আল্লাহ নামাজ ও জাকাতের আগে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ করার কথা বলেছেন। অতএব, এটি এই কাজের মাহাত্ম্য নির্দেশ করে। 

তিনি এ প্রসঙ্গে আরো বলেন: "ইবনে কাসিরে তাফসীরে বলা হয়েছে যে আল্লাহর নবী (সাঃ) এর একটি  প্রত্যাশিত বৈশিষ্ট্য ছিল যে তিনি মানুষকে ভাল কাজের আদেশ দিতেন এবং খারাপ কাজ থেকে নিষেধ করতেন। তিনি কখনো ভালো ছাড়া অন্য কিছুর আদেশ দেননি এবং মন্দ ছাড়া অন্য কিছুকে নিষেধ করেননি। বাবাই বলেছেন, আল্লাহ মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে বলেছেন, তোমরাই সর্বোত্তম জাতি যারা মানবজাতির কল্যাণের জন্য আবির্ভূত হয়েছে যতক্ষণ না তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজে নিষেধ করবে। 

জুমার ইমাম আজিজ বাবায়ি স্বীকার করেছেন, আল্লাহতায়ালা অন্য জায়গায় বলেছেন, মুমিন ও মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে এই গুণে যে মুমিন পুরুষ ও নারীরা সৎ কাজের আদেশ করে এবং খারাপ কাজের বিরুদ্ধে সতর্ক করে এবং বিপরীতে মুনাফিক নর-নারী একে অপরকে কুৎসিত জিনিসের প্রতি আহবান করে  এবং তারা ভাল কাজ বাধা প্রদান করে। পরিশেষে তিনি বলেন, ভালো কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার সর্বোত্তম উদাহরণ ছিল ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত এবং আশুরার অভ্যুত্থান। কাজেই ভালো কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধে অবহেলা করা উচিত নয় এবং সেদিকে সবারই বিশেষ নজর দেওয়া উচিত।

পার্সটুডে/এমবিএ/ ৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ