নিউইয়র্কের প্রাণকেন্দ্রে ‘হুসাইন দিবস' পালিত: উঁচু ভবনে উড়ল হুসাইনি পতাকা
(last modified Tue, 16 Jul 2024 11:25:28 GMT )
জুলাই ১৬, ২০২৪ ১৭:২৫ Asia/Dhaka
  • নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে হুসাইন দিবস পালিত
    নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনে হুসাইন দিবস পালিত

শোকাবহ আশুরা উপলক্ষে আমেরিকার মুসলমানরা নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ‘ইমাম হুসাইন দিবস' পালন করে কারবালার শহীদদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

পার্স টুডে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত শিয়া মুসলমানরা আশুরার অন্যান্য শোকানুষ্ঠান পালনের পাশাপাশি কারবালা ও ইমাম হুসাইন (আ.)-এর বিপ্লবী আদর্শ প্রচারের জন্য মহররমের প্রথম রোববার 'ইমাম হুসাইন দিবস' পালন করেন। দিনটি উপলক্ষে নিউইয়র্কের ‘ম্যানহাটন’ এলাকার সুউচ্চ ভবনগুলোতে ‘ইয়া হোসেন’-লেখা পতাকা ওড়ানো হয়। 

'ইয়া হুসাইন' লেখা পতাকা

এ বছর ইরান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশসহ আমেরিকায় বসবাসরত বিভিন্ন দেশের মুসলমানরা নিউইয়র্কের ম্যানহাটনের রাস্তায় একত্রিত হয়ে ‘ইমাম হুসাইন দিবস’ উদযাপন করেন। সেখানে তারা দুপুর ও সন্ধ্যায় জামায়াতে নামাজ আদায় করেন এবং ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের জন্য শোক প্রকাশ করেন।

রাস্তায় নামায আদায়

ইমাম হুসাইনের আদর্শ ও চেতনার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত করাতে বেশিরভাগ পরিবার এই অনুষ্ঠানে তাদের ছোট বাচ্চাদের সাথে করে এনেছিলেন।

শিশুরাও অংশ নিয়েছিল অনুষ্ঠানে

মহররম মাসের প্রাচীন ঐতিহ্য অনুযায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের স্বাগত জানানোর পাশাপাশি এই অনুষ্ঠান দেখতে আসা লোকজনকে খাবার, পানি, জুস ও শরবত দিয়ে আপ্যায়ন করানো হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কেউ কেউ পথচারী এবং অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে ফুলের তোড়া এবং 'কারবালা বিপ্লব' সম্পর্কে ইংরেজিতে ছাপানো ব্রুশিয়ার বিতরণ করেন। 

বুক চাপড়িয়ে শোক প্রকাশ

অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি নিউইয়র্কের মুসলমানরা ওই শহরের বিভিন্ন মসজিদে গিয়ে ইমাম হুসাইন (আ.) এবং কারবালা বিপ্লবের চেতনা সম্পর্কে মানুষকে অবহিত করেন।

কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের শাহাদাতের পর শতাব্দী পেরিয়ে গেলেও এর গুরুত্ব ও মর্যাদা এতটুকুও কমেনি বরং সময়ের সাথে সাথে আশুরার চেতনা আরও বিস্তৃত হচ্ছে।

খাবার বিতরণ

প্রায় চৌদ্দশ’ বছর আগের আজকের দিনে ইরাকের কারবালায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর ৭২ জন সঙ্গী-সাথী সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

অন্যায়ের কাছে মাথানত না করার কারণেই সেদিন ইমাম হোসেন (আ.) পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। এ কারণে ১০ মহররম বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি বেদনাবিধুর দিন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

ট্যাগ