আরবাঈন উপলক্ষে তেহরানে আয়োজিত শোক শোভাযাত্রার বিশেষ কিছু ছবি
https://parstoday.ir/bn/news/uncategorised-i26404-আরবাঈন_উপলক্ষে_তেহরানে_আয়োজিত_শোক_শোভাযাত্রার_বিশেষ_কিছু_ছবি
ইমাম হোসেইন (আ.)’র শাহাদতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন উপলক্ষে তেহরানে প্রতিবছরের মতো এবারও শোক শোভাযাত্রা বের করা হয়েছিল। তেহরানের ইমাম হোসেইন চত্বর থেকে ২০ সফর বা ২০ নভেম্বর শুরু হয়েছিল এ শোক শোভাযাত্রা।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২২, ২০১৬ ১৫:৫১ Asia/Dhaka
  • আরবাঈন উপলক্ষে তেহরানে আয়োজিত শোক শোভাযাত্রার  বিশেষ কিছু  ছবি

ইমাম হোসেইন (আ.)’র শাহাদতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন উপলক্ষে তেহরানে প্রতিবছরের মতো এবারও শোক শোভাযাত্রা বের করা হয়েছিল। তেহরানের ইমাম হোসেইন চত্বর থেকে ২০ সফর বা ২০ নভেম্বর শুরু হয়েছিল এ শোক শোভাযাত্রা।

১৫ কিলোমিটার পথ অতিক্রম করে রে শহরের শাহ আব্দুল আজিমের মাজার যেয়ে শেষ হয় এ শোক শোভাযাত্রা।

সূর্যোদয়ের একটু পরই শোক শোভাযাত্রা বের হয়। সব বয়সী এবং সব শ্রেণীর মানুষ অংশ নেন এ শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের জন্য আয়োজন করা হয় খাবার এবং পানীয়র। লাল চা, সাথে কান্দ নামে পরিচিত কিউব সুগার, চকলেট মেশানো গরম দুধ, ফলের রসের অঢেল ব্যবস্থা করেন স্থানীয় পূণ্যকামী মানুষ। ‘অশ’ এবং ‘আদাসি’ নামে পরিচিত ইরানি দুই জাতের সুপ সাথে ‘লাবাশ’ এবং ‘বারবারি’ নামে পরিচিত দু’ধরণের রুটি ছাড়াও নানা ফলের অঢেল আয়োজন ছিল। পাশাপাশি স্থানে স্থানে বোতলজাত পানির ব্যবস্থাও  ছিল। কোথাও কোথাও মাথায় খাবার নিয়েই বসে ছিলেন কেউ কেউ।

এবারে খাবারের আয়োজন এতোই অঢেল ছিল যে শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের অনেক স্থানেই জোর করে খাবার গছিয়ে দেয়ার চেষ্টা করতে দেখা গেছে।

এ ছাড়া, রেই শহরের কাছাকাছি, এ রকম একটি খাবার বিতরণ কেন্দ্রের সামনে বিশাল এক মার্কিন পতাকা মাটিতে পেতে রাখা ছিল। শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের অনেকেই এ পতাকা মাড়িয়ে দিয়েছে ঘৃণাভরে।

এ ছাড়া, রাস্তার অনেক স্থানেই শোভাযাত্রায় অংশগ্রহণকারী মানুষদের জুতা বিনা পয়সায় কালি দেয়ার কাজে নিয়োজিত ছিলেন অনেক কিশোর এবং পূর্ণ বয়সী মানুষ।

রেই শহর থেকে তেহরানে বিনা ভাড়ায় বাস এবং মেট্রোতে ফেরার ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া, রেই শহরের অনেক স্থানেই দুপুরের খাবার বিলাতে দেখা গেছে। 

শোক শোভাযাত্রার এ সব ছবি তুলেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সৈয়দ মূসা রেজা।

পার্সটুডে/মূসা রেজা/২২