সামরিক হামলার জবাব সামরিক হামলায়: জাতিসংঘে ইরানি দূত
(last modified Sat, 04 Jan 2020 09:39:16 GMT )
জানুয়ারি ০৪, ২০২০ ১৫:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২২৭ : নিসচা -দৈনিক ইত্তেফাক
  • সামরিক হামলার জবাব সামরিক হামলায়: জাতিসংঘে ইরানি দূত -দৈনিক যুগান্তর
  • ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ -দৈনিক প্রথম আলো
  • আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহনের সামর্থ্য বিশ্বের নেই: গুতেরেস -দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • সংঘর্ষের পথে আমেরিকা ও ইরান, সংযত হওয়ার আরজি উদ্বিগ্ন ভারতের -দৈনিক সংবাদ প্রতিদিন
  • পার্ক স্ট্রিট মোড়ে বাসযাত্রী তরুণীর শ্লীলতাহানি, গ্রেফতার প্রৌঢ়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি বাদ দেওয়া হোক, দাবি আরএসএস নেতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. এটাই কি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সূচনা! মোতায়েন হচ্ছে ৩০০০ অতিরিক্ত মার্কিন সেনা। এটা হলো দৈনিক মানবজমিন পত্রিকার একটি খবরের শিরোনাম। আপনার কী মনে হয়?
২. ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন সিনেটর টিম কেইন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের নির্দেশ দেয়ার ক্ষমতা প্রত্যাহার করে নেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

শহিদ জেনারেল কাসেম সোলাইমানি

আজও বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে শীর্ষ খবর হিসেবে ছাপা হয়েছে ইরানের আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলায়মানির শাহাদাতের খবরটি।

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম এরকম, কাশেম সোলাইমানি হত্যার বদলা নিতে সক্ষম ইরান?

বিশ্বের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর ইরানের ক্ষমতাধর সামরিক কমান্ডার কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় তাঁকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসেডিন্ট ডোনাল্ড ট্রাম্প ও  কুদস ফোর্সের প্রধান শহিদ কাসেম সোলাইমানি

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে যুদ্ধ থামাতে, আরেকটি যুদ্ধ শুরু করতে নয়। তবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনি প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন।

ইরাকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ-প্রথম আলো

ইরাকের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে বাংলাদেশিদের সতর্ক থাকার অনুরোধ

ইরাকের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সামরিক হামলার জবাব সামরিক হামলায়: জাতিসংঘে ইরানি দূত-দৈনিক যুগান্তর

জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানচি

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জবাব সামরিক হামলায় দেয়া হবে হুশিয়ার করেছেন জাতিসংঘে ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভানচি। বলেছেন, আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা যুদ্ধের শামিল। সামরিক হামলার জবাব সামরিক হামলায় দেয়া হবে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বিমান বাহিনী। এতে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ছায়াযুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কোনো যুদ্ধ চাচ্ছেন না। শুক্রবার মার্কিন গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহনের সামর্থ্য বিশ্বের নেই: গুতেরেস-দৈনিক সমকাল

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার মতো সামর্থ্য বিশ্বের নেই। মার্কিন বিমান হামলায় ইরানের অভিাজত কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, জাতিসংঘ মহাসচিব উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে সংশ্লিষ্ট নেতাদের অবশ্যই সর্বোচ্চভাবে সংযত থাকতে হবে। কারণ বিশ্বের ফের আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার সামর্থ্য নেই।’

সোলাইমানি হত্যা-উদ্বেগ, নিন্দা রাশিয়া, ফ্রান্স, জার্মানি, সিরিয়া, চীনের-দৈনিক মানবজমিন

ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যায় যেমন যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা বিভক্ত হয়ে পড়েছেন, তেমনি বিশ্বের বড় বড় শক্তিগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। সোলাইমানিকে হত্যার নিন্দা জানিয়েছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি, সিরিয়া, চীন ও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। তবে প্রতিক্রিয়া দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে বৃটিশ সরকার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হত্যাকা- মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনাকে বৃদ্ধি করবে। জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকে একটি ‘অ্যাডভেঞ্চারিস্ট’ পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া। দেশটির রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা তাস’কে এ কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক। রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান যুক্তরাষ্ট্রের ওই বিমান হামলাকে একটি ভুল পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এটা হামলাকারীদের বিরুদ্ধেই বুমেরাং হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন ইউরোনিউজ। এতে বলা হয়, শুক্রবার কোনস্টান্টিন কোসাচেভ তার ফেসবুকে লিখেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধানের শেষ আশাটুকুও ধ্বংস করে দেয়া হয়েছে।

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২২৭ : নিসচা-দৈনিক ইত্তেফাক

নিরাপদ সড়ক চাই বা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন

২০১৯ সালে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটানার সার্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। ‘নিরাপদ সড়ক চাই’ এর দেওয়া তথ্যমতে, গেল বছর মোট ৪৭০২ টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫২২৭ জনের।

শনিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলোনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ আয়োজিত ২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সে হিসেবে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে শতকরা প্রায় ১৫ শতাংশ বেশি প্রাণহনির ঘটনা ঘটেছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

সংঘর্ষের পথে আমেরিকা ও ইরান, সংযত হওয়ার আরজি উদ্বিগ্ন ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিন

মার্কিন ড্রোন হামলায় শুক্রবার ইরানি জেনারেলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইরানের বিদেশমন্ত্রী টু্ইট করে আমেরিকাকে বদলার হুমকিও দিয়েছেন। দুই তেল উৎপাদনকারী দেশের মধ্যে বিরোধের ঘটনার উপর নজর রাখছে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে দু’পক্ষকেই শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছে। পরিস্থিতির উপর নয়াদিল্লির তরফ থেকে নজর রাখা হচ্ছে বলেই জানা গিয়েছে।

আবারও ইরাকে মার্কিন ড্রোন হামলা

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-বাজল যুদ্ধের দামামা, ফের ইরাকে ভয়াবহ হামলা আমেরিকার। খবরটিতে লেখা হয়েছে, যুদ্ধের আশঙ্কা জোরদার করে শনিবার ফের ইরাকে হামলা চালিয়েছে আমেরিকা। এবার ইরানপন্থি ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি’র শীর্ষ নেতাদের নিশানা করেছে মার্কিন ফৌজ। আজ ভোরে বাগদাদের উত্তরে তাদের একটি কনভয়ে হামলা চালিয়েছে মার্কিন ড্রোন।

ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি বাদ দেওয়া হোক, দাবি আরএসএস নেতার-দৈনিক আজকাল

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ। দেশের সংবিধানকে ধ্বংস করতে চায় বিজেপি তথা আরএসএস। এমনটাই অভিযোগ সবার। ধর্মনিরপেক্ষ নয়, ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায় সঙ্ঘ পরিবার। আর এবার সেই কথাই শোনা গেল শীর্ষ আরএসএস নেতা তথা সঙ্ঘের শাখা সংগঠন প্রাজনা প্রবাহের সারা ভারত আহ্বায়ক জে নন্দকুমারের গলাতেও। তিনি চান ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে অবিলম্বে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি বাদ দেওয়া হোক।  বৃহস্পতিবার ‘হিন্দুত্ব ইন দ্য চেঞ্জিং টাইম’ নামে নিজের একটি বই প্রকাশ অনু্ষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ফের বিতর্কে উত্তরপ্রদেশ পুলিশ। সামনে এল তাঁদের ‘মিথ্যা’ অভিযোগ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের সবচেয়ে বেশি আঁচ পড়ে উত্তরপ্রদেশে। সেখানে এখন পর্যন্ত পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ২১ জন বিক্ষোভকারী। তবে পুলিশের দাবি বিক্ষোভকারীদের উদ্দেশে পুলিশ গুলি চালায়নি, বরং ৩০০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৫৭ জন গুলিতে আহত হয়েছেন। কিন্তু আদতে গুলিতে আহত কেবলমাত্র একজন পুলিশরেই খোঁজ মিলল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪
 

ট্যাগ