কৌশলগত ও  বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে শহীদ সোলায়মানির নেতৃত্ব ছিল অনন্য
(last modified Sun, 05 Jan 2025 04:11:16 GMT )
জানুয়ারি ০৫, ২০২৫ ১০:১১ Asia/Dhaka
  • কৌশলগত ও  বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে শহীদ সোলায়মানির নেতৃত্ব ছিল অনন্য

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লে. জেনারেল কাসেম সোলায়মানির ভূয়সী প্রশংসা করে বলেছেন, কৌশলগত ও  বুদ্ধিবৃত্তিক উভয় দিক দিয়ে তার নেতৃত্ব ছিল অনন্য।

তিনি জেনারেল সোলায়মানির পঞ্চম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল (শনিবার) টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন।

শেখ নাঈম কাসেম বলেন, শহীদ সোলায়মানি ছিলেন প্রতিরোধ ফ্রন্টের প্রধান কমান্ডার যিনি পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সব ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন। তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করার পরিকল্পনাকে বাস্তব রূপ দান করেছিলেন।

হিজবুল্লাহ নেতা আরো বলেন, গোটা অঞ্চলে বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে আমেরিকার দুরভিসন্ধিগুলো প্রকাশ করে দিয়েছিলেন ইরানের সন্ত্রাসী বিরোধী কমান্ডার শহীদ সোলায়মানি। তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের ওপর আধিপত্য বিস্তারের নেশায় মেতে ওঠা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস) ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

বক্তব্যের অন্য অংশে শেখ কাসেম বলেন, হিজবুল্লাহর সামরিক শক্তির সঙ্গে পেরে না উঠেই গতমাসে ইহুদিবাদী ইসরাইল লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিল। তিনি বলেন, লেবাননের ওপর ইসরাইল নজিরবিহীন আগ্রাসন চালিয়েছিল এবং এই আগ্রাসনের মোকাবিলায় হিজবুল্লাহ দৃঢ় প্রত্যয় নিয়ে তেল আবিবের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সোলাইমানিকে বহনকারী গাড়ির ওপর ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন সন্ত্রাসী সেনারা। হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার শহীদ হন। মার্কিন সেনারা এমন সময় জেনারেল সোলাইমানির উপর ওই হামলা চালায় যখন তিনি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। #

 পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৫