কথাবার্তা: এমপিদের থোক বরাদ্দে অবারিত দুর্নীতি-টিআইবির গবেষণা
(last modified Thu, 13 Aug 2020 11:12:06 GMT )
আগস্ট ১৩, ২০২০ ১৭:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনা নতুন যুদ্ধ সৃষ্টির ঝঁকি বাড়াচ্ছে-জাতিসংঘ মহাসচিব-দৈনিক মানবজমিন
  • এমপিদের থেকে বরাদ্দে অবারিত দুর্নীতি-টিআইবির গবেষণা প্রতিবেদন-দৈনিক সমকাল
  • গভীর কোমায় ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জী-দৈনিক যুগান্তর
  • ১২ শ কোটি টাকার ভুয়া চেক জব্দ, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩-ইত্তেফাক
  • ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধানবিচারপতি সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি-বাংলাদেশ প্রতিদিন
  • স্বাস্থ্যের মধু খেয়ে মিঠু বিদেশে, এখন তদন্ত-দৈনিক প্রথম আলো

ভারতের শিরোনাম:    

  • ভারতে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড, আক্রান্ত প্রায় ৬৭ হাজার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভূমিপুজোয় মোদির পাশে ছিলেন, রাম মন্দির ট্রাস্টের সেই প্রধান কোভিড আক্রান্ত -দৈনিক আজকাল
  • বোমার কারখানা, মাফিয়ারাজ বীরভূমের পরিচয় নয়’, ফের বিতর্কিত মন্তব্য রাজ্যপালের সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

Image Caption

প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর:  বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৭ লাখ  ৪৭ হাজার ছাড়াল এবং আক্রান্তও ২ কোটি ৮২ লাখ পেরিয়েছে।মোট সুস্থ্য হয়েছেন১ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।

ভারতের করোনা আপডেট খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত প্রায় ৬৬ হাজার, এসময় মৃত্যু ৯৪২ জন। বাংলাদেশে গত- ২৪ ঘন্টায় করোনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত ২৬১৭ জন।

সিনহা রাশেদ হত্যাকাণ্ড:

সিনহা রাশেদ

সম্প্রতি মর্মান্তিকভাবে পুলিশের গুলিতে নিহত মেজর অব. সিনহা রাশেদের ফলোআপ খবরে বিভিন্ন দৈনিকে লেখা হযেছে, ক্রসফায়ার পুলিশের সর্বোচ্চ পর্যায়ের ঠান্ডা মাথার সিদ্ধান্ত কি না, প্রশ্ন বিএনপির-দৈনিক প্রথম আলো পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় বিএনপির প্রশ্ন, ক্রসফায়ারে হত্যাকাণ্ড ঘটানো বা না ঘটানো পুলিশ বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে ঠান্ডা মাথার সুপরিকল্পিত সিদ্ধান্ত কি না। দলটি বলছে, তারা এত দিন ক্রসফায়ারের বিরুদ্ধে যেসব অভিযোগ জানিয়ে আসছে, তা সত্য বলে প্রমাণিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন। 

সিনহা হত্যাকাণ্ড নিয়ে অন্যান্য খবরে লেখা হয়েছে, ১৬ আগস্ট গণশুনানি : সিনহা নিহতের ঘটনায় ১৬ আগস্ট গণশুনানির আয়োজন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। টেকনাফের শামলাপুরের রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রত্যক্ষদর্শীদের শুনানিতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।

করোনাকাণ্ড সম্পর্কিত খবর: 

সাবরিনা-আরিফুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট-দৈনিক প্রথম আলো

ডা.সাবরিনা ও আরিফ

পরীক্ষা না করিয়ে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরী, তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ২০ আগস্ট। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামির জামিন আবেদন নাকচ করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনসারী এই আদেশ দেন। এদিকে রিজেন্ট সাহেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক বলে খবর দিয়েছে দৈনিক যুগান্তর।

দুর্নীতি/ রাজনীতি/ অনিয়ম:

এমপিদের থোক বরাদ্দে অবারিত দুর্নীতি-টিআইবির গবেষণা প্রতিবেদন-দৈনিক প্রথম আলো

সংসদ সদস্যদের অনুকূলে দেওয়া থোক বরাদ্দের অর্থ খরচে জবাবদিহি না থাকায় অবারিত দুর্নীতি হচ্ছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, নজরদারি না থাকায় এসব প্রকল্পের টেন্ডার, ঠিকাদারি, নির্মাণ, প্রকৌশল ও অর্থ ছাড়সহ সর্বত্র অনিয়ম-দুর্নীতি হচ্ছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ৫০টি সংসদীয় আসনের থোক বরাদ্দের প্রকল্প পর্যালোচনা ও সংশ্নিষ্টদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরেছে টিআইবি

এত অপরাধ এত দুর্নীতি, রাজনীতিটা কোথায়?  লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ তার এ শিরোনামের নিবন্ধে শুরু করেছেন ভারতবর্ষে সুযোগসন্ধানী বখাটে রবার্ট ক্লাইভ এসেছিলেন ফিরে গিয়েছিলেন লর্ড তকমা নিয়ে।সেই বাংলাদেশে এখন হাজারো সুযোগসন্ধানী লর্ড ক্লাইভ। সুযোগসন্ধানীরা এখনো এলেবেলে চরিত্র থেকে রাতারাতি ‘লর্ড’ হয়ে যান। দেশের ভেতর বেশুমার দুর্নীতির শিরোমণি বিদেশের ‘বেগমপাড়া’ নিবাসী সম্মানিত ধনবান বনে গেছেন, তা গুনেও শেষ করা যাবে না। এটাই রবার্ট ক্লাইভের দেখানো সফলতার সহজ পথ। সহজই তো, লুটপাট ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আগে পর্যন্ত এঁদের টিকির খবর জনগণ জানতে পারে না। যখন জানতে পারা যায়, তখন তাঁদের ধরা যায় না। ধরাছোঁয়ার বাইরে—কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপে চলে যাওয়ার পরই দুদক ‘হক মাওলা’ বলে ঝাঁপিয়ে পড়ে। এ ধরনের নড়াচড়ায় ধুলা যত ওড়ে, কম্বল ততটা পরিষ্কার হয় না।

স্বাস্থ্য খাতে দুর্নীতির সিন্ডিকেটের সম্মুখভাগের সেনাপতি মিঠুর কথাই ধরা যাক। করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতের লেজেগোবড়ে অবস্থার মধ্যেই জানা গেল, এই খাতের ব্যাপক লুটপাটের সঙ্গে জড়িত মোতাজজেরুল ইসলাম ওরফে মিঠু। জানতে জানতেই বেলা বয়ে গেল। ঘুঘু পাখির তত দিনে ধান খাওয়া শেষ। পাখি তত দিনে উড়ে গিয়ে জুড়ে বসেছে মার্কিন মুলুকে। সেখানে মিঠু সাহেব ১৬ কোটি টাকা দামের বাড়ি কিনেছেন, চড়ছেন রাজকীয় রোলস রয়েস গাড়িতে। ব্যবসার কাজে ওড়াউড়ি করছেন বিভিন্ন দেশে। এভাবে কিছুদিন কাটাতে পারলেই তাঁকে আর পায় কে? সাড়ে ৩ হাজার কোটি টাকা নিয়ে কানাডায় চম্পট দেওয়া পিকে হালদারের টিকিটাও আর কেউ ছুঁতে পারবে না।প্রথম আলোর আজকের খবরও সেই কথা বলছে, ‘মোতাজজেরুল ওরফে মিঠুকে আর পাওয়া যাবে না, এটা নিশ্চিত হয়েই সিএমএসডির সদ্য প্রয়াত পরিচালকের অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে সরকার। কারণ, সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অব্যাহত আশীর্বাদ তিনি পেয়ে আসছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে দুদক তথ্য সংগ্রহ করেছিল, দোষ খুঁজে পায়নি।’  কী সুন্দর বন্দোবস্ত, কোনো হইচই নেই।

ধর্মের কল নাকি বাতাসে নড়ে, লুটপাটের কল নড়ে রাজনীতির হাওয়ায়। এ এমন এক রাজনীতি, যাদের কাছে অপরাধী-দুর্নীতিবাজদেরই কদর বেশি। দেশপ্রেমিক, নীতিমান, যোগ্য ও সৎ মানুষেরা এখানে হাঁসফাঁস করেন। পুকুরের পানি বেশি ঘোলা করে ফেললে অন্য মাছেরা তলায় চলে যায়, ভেসে ওঠে কেবল ভেদা জাতীয় মাছ। তেমনি রাজনীতি অতিমাত্রায় ঘোলা হয়ে গেলে ভালো মানুষেরা তলিয়ে যান, ভেসে থাকেন শুধু সম্রাট-সাহেদ-সাবরিনা-জিকে শামীম-মিঠুর মতো লোকেরা। এঁরা একা নন, এঁদের সঙ্গে থাকেন ওসি প্রদীপের মতো নির্দয় খুনিরা। বাংলাদেশে রাজনীতি আর অপরাধের যে মিলন ঘটেছে, তারই সন্তান দুর্নীতির বরপুত্র-কন্যারা। মুখোশ খসে পড়ায় এঁদের নাম নেওয়া গেল বটে, কিন্তু যাঁদের মুখোশ অটুট, তাঁদের নাম জানলেও কেউ উচ্চারণ করেন না। করলে ডিজিটাল নিরাপত্তা আইন আছে, সাংবাদিক কাজল, অধিকারকর্মী দিদারের মতো অনেকে নাম নেওয়ার অপরাধে নির্যাতিত ও জেলবন্দী।

সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’র নায়ক শশী কুসুমকে জিজ্ঞাসা করেছিল, ‘শরীর শরীর শরীর, তোমার মন নাই কুসুম?’। সেরূপ আমাদেরও মনে প্রশ্ন জাগে, ‘ক্রাইম ক্রাইম ক্রাইম, পলিটিকস কোথায় তোমার?’ জাতীয়তাবাদের রাজনীতি, ধর্মবাদী রাজনীতি, মুক্তিযুদ্ধের রাজনীতি—সব যেন ভোজবাজির মতো লাপাত্তা। রাজনীতিই আর্থিক ও ফৌজদারি অপরাধে অভিযুক্তদের সেফ হোম। 

নিয়ম না মানাই যেখানে নিয়ম-বাংলাদেশ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ডা. পুরবী লিখেছেন,আমরা এক অদ্ভুত জাতি। মহামারীও পারেনি আমাদের বিবেককে জাগ্রত করতে। এ সময়ও আমরা মানহীন মাস্ক, সুরক্ষা সামগ্রী বিক্রয় করি। ন্যায্য মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয় জীবানুনাশক। ডেঙ্গু মহামারীর সময় মশক নিবারক সামগ্রীর দাম বাড়িয়ে দেই, মশা মারতে মশার ঔষধের পরিবর্তে পানি ছিটানোর নজিরও রয়েছে এই শহরে। আমরা ভাবি না প্রতিটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ভূমিপুজোয় মোদির পাশে ছিলেন, রাম মন্দির ট্রাস্টের সেই প্রধান কোভিড আক্রান্ত-দৈনিক আজকাল

মহন্ত নৃত্যগোপাল দাস করোনা আক্রান্ত

৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান তিনি। সেই মহন্ত নৃত্যগোপাল দাস কোভিড আক্রান্ত হলেন।

অযোধ্যায় ভূমিপুজোর সময় মঞ্চে পাঁচ জন মাত্র উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এবং মন্দির ট্রাস্টের প্রধান। সেই মহন্তেরই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল এবার। ভূমিপুজোর দিন কয়েক আগে মন্দিরের আর এক পুরোহিত মহন্ত প্রদীপ দাস এবং ১৪ জন পুলিশ কোভিড আক্রান্ত হন।

সৎ করদাতাদের হয়রানি এড়াতে নয়া ‘প্ল্যাটফর্ম’মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কর মূল্যায়ন পদ্ধতিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে নয়া ব্যবস্থার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি ‘ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন- অনারিং দ্য অনেস্ট’নামে একটি ব্যবস্থা চালু করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই নয়া ব্যবস্থার (প্ল্যাটফর্ম) মূল্য উদ্দেশ্য হল, ‘স্বচ্ছ কর ব্যবস্থা, সততার সম্মান। কর দেওয়ার ক্ষেত্রে জটিলতা কমাবে এই ব্যবস্থা।’অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে বক্তৃতায় মোদী আজ দাবি করেন, তাঁর সরকারের আমলে গত গত ছ’বছরে কর ব্যবস্থায় আমূল বদল ঘটেছে। তাঁর কথায়, ‘‘আমরা জটিলতা কমিয়েছি, স্বচ্ছতা বাড়িয়েছি। করদাতাদের হয়রানি কমিয়ে তাঁদের আস্থা অর্জন করতে পেরেছি। আমাদের আয়কর আধিকারিকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য এসেছে।’

বোমার কারখানা, মাফিয়ারাজ বীরভূমের পরিচয় নয়’, ফের বিতর্কিত মন্তব্য রাজ্যপালের-দৈনিক সংবাদ প্রতিদিন

লাল মাটির দেশে সংস্কৃতির চর্চার দিন বিগত, এখন স্রেফ বোমা তৈরির কারখানা হিসেবে বীরভূমের নাম ছড়িয়ে পড়েছে। বুধবার বোলপুরের শ্রীনিকেতনে হলকর্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করে এভাবেই বীরভূমকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সুকৌশলে আক্রমণ শানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই মন্তব্য রাজ্যের সাংবিধানিক প্রধান সুলভ নয়, বিরোধী রাজনৈতিক দলের নেতার মতো। পালটা প্রতিক্রিয়া জেলা তৃণমূলের। ওইদিন রাজ্যপালকের উপস্থিতির বিরোধিতা করে বিশ্বভারতী ক্যাম্পাসে দেখা গেল ‘গো-ব্যাক’ পোস্টারও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩

ট্যাগ