বাব আল-মান্দাব পর্যন্ত আধিপত্য বিস্তার করতে চায় ইরান: আরব লীগ
https://parstoday.ir/bn/news/west_asia-i100844-বাব_আল_মান্দাব_পর্যন্ত_আধিপত্য_বিস্তার_করতে_চায়_ইরান_আরব_লীগ
আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। ইতালির রাজধানী রোমে শনিবার সপ্তম ভূমধ্যসাগরীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৫, ২০২১ ০৮:০৭ Asia/Dhaka
  • আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত
    আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত

আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। ইতালির রাজধানী রোমে শনিবার সপ্তম ভূমধ্যসাগরীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

আবুল-গেইত বলেন, আঞ্চলিক দেশগুলোতে হস্তক্ষেপ করছে ইরান এবং দেশটি হরমুজ প্রণালি থেকে শুরু করে বাব আল-মান্দাব পর্যন্ত অঞ্চলকে নিজের আধিপত্যের নিয়ন্ত্রণে আনতে চায়।তিনি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কেও ভিত্তিহীন অভিযোগ করেন।

আরব লীগের মহাসচিব এমন সময় এ দাবি করলেন যখন আরব দেশগুলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার প্রধান উৎস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে যাচ্ছে। আরব দেশগুলো এমন এক অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যে কিনা গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালিয়ে এসেছে।

এছাড়া, আরব লীগের মহাসচিব এমন সময় ইসরাইলের পরমাণু অস্ত্র ভাণ্ডার সম্পর্কে কথা না বলে ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ তুললেন যখন তেহরান বার বার বলে এসেছে, দেশটির পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা ইরানের নেই।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।