লেবাননের অর্থনীতিকে ডোবাচ্ছে আমেরিকা ও সৌদি আরব: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i102540-লেবাননের_অর্থনীতিকে_ডোবাচ্ছে_আমেরিকা_ও_সৌদি_আরব_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে লেবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৫, ২০২২ ১৭:১৪ Asia/Dhaka
  • আলী দামুশ
    আলী দামুশ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপ-প্রধান শেইখ আলী দামুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মিলে লেবাননের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

তিনি আরও বলেন, লেবাননের জনগণকে কষ্টে ফেলতে তারা সব ধরণের উপকরণ ব্যবহার করছে। তারা এর মাধ্যমে জনগণের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনতে চায়।

দামুশ বলেন, লেবাননে অর্থনৈতিক সংকট জিইয়ে রাখতে সৌদি আরব ও আমেরিকা মিলে ডলারের মূল্য নিয়ে নানা কারসাজি করছে, বিদেশি সাহায্য আসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, দুর্নীতিবাজদের শেল্টার দিচ্ছে, সংকট সমাধানের উপায়গুলো জটিল করে তুলছে এমনকি বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে যাতে দুর্নীতিবাজেরা শাস্তি না পায়।

লেবাননের এই নেতা আরও বলেন, আমেরিকা ও সৌদি আরব এসব অপকর্মে লেবানিজ ফোর্সেস পার্টির নেতা সামির জাজার মতো ব্যক্তিদেরকে ব্যবহার করছে। দেশের সব মানুষ এখন এসব শত্রুকে চেনে বলে তিনি জানান। #

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।