শেখ নাঈম কাসেম: আমরা প্রতিরোধের অস্ত্র ত্যাগ করব না
-
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম
পার্সটুডে-লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফি শাহাদাতের প্রথম বার্ষিকীতে বলেছেন, আমরা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর পথ অব্যাহত রাখব এবং আমরা আমাদের অস্ত্র ত্যাগ করব না।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম শনিবার বৈরুতে সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফি উদ্দিনের শাহাদাতের প্রথম বার্ষিকী স্মরণে এক অনুষ্ঠানে বলেছেন, আমরা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিরোধের পথ অব্যাহত রাখব এবং আমরা আমাদের অস্ত্র ত্যাগ করব না।
পার্সটুডে অনুসারে, শেখ নাইম কাসেম আরো বলেছেন, আমরা এমন একটি বিশ্বব্যাপী যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছি যেখানে ইহুদিবাদী সরকার বৃহত্তর ইসরায়েল তৈরির পথ প্রশস্ত করার জন্য প্রতিরোধকে শেষ করার চেষ্টা করেছিল।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আক্রমণ এবং প্রতিরোধ কমান্ডারদের শহীদ হওয়ার পর শত্রুরা ভেবেছিল যে আমাদের পতন হবে, কিন্তু হিজবুল্লাহর জন্য নতুন কমান্ডার নির্বাচন করে আমরা আবারও পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছি। নাইম কাসেম বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছি যারা প্রতিরোধকে শেষ করার চেষ্টা করছে কিন্তু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। প্রতিরোধ তার পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং যুদ্ধ অব্যাহত রয়েছে।
ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন মোকাবেলায় আমরা আত্মরক্ষার জন্য প্রস্তুত
আমরা ইহুদিবাদী সরকারের আগ্রাসন মোকাবেলায় আত্মরক্ষার জন্য প্রস্তুত তা উল্লেখ করে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরো বলেন যে প্রতিরোধের শহীদদের বার্ষিকী অনুষ্ঠানে জনগণের বিশাল উপস্থিতির যে দৃশ্যগুলো প্রচারিত হচ্ছে তা প্রতিরোধের শক্তি প্রদর্শন করে। আমরা যুদ্ধের দৃশ্যে থাকতে পেরেছি এবং রাজনীতির মাধ্যমে অন্যরা যা অর্জন করতে পারেনি তা আমরা যুদ্ধক্ষেত্রে অর্জন করেছি।
লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেন: আমেরিকা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী লেবানন এবং প্রতিরোধের জন্য বিপজ্জনক এবং আমরা কখনই প্রতিরোধের নিরস্ত্রীকরণ হতে দেব না এবং আমরা এর মোকাবিলা করব। তিনি আরো বলেন, শত্রুর হুমকির মুখে আমাদের ভীত হওয়া উচিত নয় এবং আত্মসমর্পণ নয়, বরং মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে একে প্রতিরেধ করতে হবে। আমরা দাবি করছি যে লেবাননের সংসদীয় নির্বাচন তাদের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হোক। আমরা আসল শত্রুর বিরুদ্ধে সেনাবাহিনীকে সমর্থন করি।
শেখ কাসেম ফিলিস্তিন সম্পর্কে আরো বলেন, ফিলিস্তিন ইস্যু একটি মৌলিক ইস্যু এবং গাজা ও ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী বিশ্বের পক্ষে দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে, এবং ইসরাইল দুই বছর ধরে তার লক্ষ্য অর্জন করতে পারেনি।#
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।