সৌদি জোটের নৃশংস অপরাধের কারণে যুদ্ধের আগুন আরো ছড়াবে: ইয়েমেনের মুখপাত্র
-
আব্দুস সালাম
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, আমাদের মাতৃভূমিতে সৌদি জোট যে নৃশংস অপরাধ ঘটাচ্ছে তাতে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে।
তিনি আজ (বুধবার) আরও বলেন, সৌদি জোটের অপরাধযজ্ঞ এবং এসব অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সমাজের উদাসীনতা যুদ্ধের অবসান না ঘটিয়ে এটাকে আরও বেশি জটিল করে তুলছে।
ইয়েমেনের এই নেতা বলেন, ইয়েমেনি জাতি বছরের পর বছর ধরে হামলা ও অবরোধের শিকার। এ কারণে পাল্টা আঘাতের অধিকার ইয়েমেনিদের রয়েছে। বৈধ পন্থায় প্রতিশোধ গ্রহণ করতেই পারে তারা।
তিনি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সেদেশের জনগণ প্রতিরোধ অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক সমাজের ভ্রুক্ষেপহীনতাকে পরোয়া করবে না। গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাল্টা হামলা চালায় হুথি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এরপরই ইয়েমেনের বেসামরিক এলাকায় সৌদি জোট ব্যাপক বোমাবর্ষণ করে।
সেমাবার রাতের বোমা হামলায় ১২ বেসামরিক ইয়েমেনি নিহত ও ১১ জন আহত হয়। এছাড়া আজ ভোরেও রাজধানী সানা'র বিভিন্ন এলাকায় ১৫ দফা বোমাবর্ষণ করেছে সংযুক্ত আরব আমিরাতের জঙ্গি বিমানগুলো।#
পার্সটুডে/এসএ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।