উন্নয়নের নামের জেদ্দায় উচ্ছেদ অভিযান, ঘর ছাড়তে ২৪ ঘণ্টা সময়
https://parstoday.ir/bn/news/west_asia-i102782
সৌদি আরবের জেদ্দা প্রদেশের বেশ কয়েকটি আবাসিক এলাকার বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথিত ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এসব বসতবাড়ি ও আবাসিক ভবন উচ্ছেদ করা হচ্ছে। এর বিরুদ্ধে সৌদি আরবের মানবাধিকার ও সমাজ কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদ ও নিন্দায় সামিল হয়েছেন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২২, ২০২২ ১৫:৪৯ Asia/Dhaka
  • জেদ্দায় উচ্ছেদ
    জেদ্দায় উচ্ছেদ

সৌদি আরবের জেদ্দা প্রদেশের বেশ কয়েকটি আবাসিক এলাকার বসত বাড়ি উচ্ছেদ করা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কথিত ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এসব বসতবাড়ি ও আবাসিক ভবন উচ্ছেদ করা হচ্ছে। এর বিরুদ্ধে সৌদি আরবের মানবাধিকার ও সমাজ কর্মীরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতিবাদ ও নিন্দায় সামিল হয়েছেন।

২০১৬ সালে সৌদি যুবরাজ এই ভিশন ঘোষণা করেন। এর আওতায় বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেয়া হচ্ছে যার মধ্যে বিনোদনের ব্যবস্থা উল্লেযোগ্য।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল (শুক্রবার) এক রিপোর্টে জানিয়েছে যে, সৌদি আরবের সমাজকর্মী ও মানবাধিকার কর্মীরা গত কয়েকদিন ধরে জেদ্দা প্রদেশের বেশ কয়েকটি আবাসিক এলাকায় উচ্ছেদ অভিযানের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সক্রিয় রয়েছেন। তারা বলছেন, বিকল্প বসবাসের কোনো ব্যবস্থা না করে এবং চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেই সৌদি কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান শুরু করেছে।

সৌদি যুবরাজ বিন সালমান

গতমাসে সৌদি যুবরাজ নতুন বিনিয়োগ প্রকল্প ঘোষণা করেন যার নাম দেয়া হয়েছে জেদ্দা সেন্ট্রাল প্রজেক্ট। এই প্রকল্পের আওতায় জেদ্দা এলাকায় একটি অপেরা হাউজ, এটি জাদুঘর, স্টেডিয়াম এবং ওশেনারিয়াম নির্মাণ করবেন।

আল-মায়াদিনের রিপোর্ট অনুসারে, সমাজ কর্মীরা বলছেন মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়কর ৃএই ঘটনায় অন্তত ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। সমাজকর্র্মীরা জানিয়েছেন, জেদ্দার কোনো কোনো এলাকার লোকজনকে সরকার মাত্র ৪৮ ঘন্টা সময় দিয়েছে, কাউকে আবার তাদের ঘরবাড়ি ছাড়া জন্য মাত্র ২৪ ঘন্টা সময় দিয়েছে। শুধু তাই নয় এই সতর্কবার্তা জারি করার আগে অনেক এলাকায় বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সেবা বন্ধ করে দেয়া হয়।#

পার্সটুডে/এসআইবি/২২