শাহাদাৎপিয়াসী হামলায় ২ ইসরাইলি সেনা আহত; প্রশংসায় হামাস
(last modified Sun, 06 Mar 2022 12:45:14 GMT )
মার্চ ০৬, ২০২২ ১৮:৪৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

শাহাদাৎপিয়াসী হামলার মাধ্যমে দুই ইসরাইলি সেনাকে আহত করায় হামলাকারী ফিলিস্তিনির ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো।

আজ (রোববার) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, মসজিদুল আকসার প্রবেশপথে ইহুদিবাদী সেনাদের ওপর ফিলিস্তিনি যুবকের শাহাদাৎপিয়াসী হামলা প্রশংসনীয়।

হামাস ঐ বিবৃতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন বন্ধে প্রতিরোধ জোরদার করতে সব ফিলিস্তিনি তরুণের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদের মুখপাত্র তারেক ইজ্জাদ্দিন বলেছেন, ফিলিস্তিনি যুবকের শাহাদাৎপিয়াসী হামলার ঘটনা দখলদারদের অব্যাহত অপরাধযজ্ঞের বিরুদ্ধে স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া। তিনি গোটা ফিলিস্তিনে প্রতিরোধ জোরদারের আহ্বান জানিয়েছেন। এই নেতা আরও বলেছেন, শহীদদের রক্ত দখলদারদের বিতাড়নের সংগ্রামে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে।

আজ সকালে মসজিদুল আকসার একটি প্রবেশপথে দখলদার বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত করেছেন এক ফিলিস্তিনি যুবক। এরপর দখলদার সেনারা গুলি করে তাকে হত্যা করে। ফিলিস্তিনি সংগঠনগুলো এই যুবককে শহীদ হিসেবে ঘোষণা করেছে।#    

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ