আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করলো হুথিরা
(last modified Tue, 08 Mar 2022 12:55:57 GMT )
মার্চ ০৮, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • ভূপাতিত ড্রোন
    ভূপাতিত ড্রোন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত আরো একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাজ্জা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকালের দিকে হাজ্জা প্রদেশের হারাজ এলাকার আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় সৌদি গোয়েন্দা ড্রোনটি ইয়েমেনের আকাশ-প্রতিরক্ষা ইউনিট ভূপাতিত করে।

এদিকে, ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত কয়েক ডজন সেনা পক্ষ ত্যাগ করে হুথি সমর্থিত সামরিক বাহিনীতে যোগ দিয়েছে। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেলসমৃদ্ধ মা'রিব প্রদেশে এই ঘটনা ঘটেছে। গত কয়েক মাস ধরে মা'রিব প্রদেশে দু পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে এবং হুথি সমর্থিত সামরিক বাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, মানসুর হাদির অনুগত সেনা বাহিনীর ৩১০তম ব্রিগেড ও ১১৪তম ব্রিগেড থেকে ৪০ জন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সেনা পক্ষ ত্যাগ করে হুথি সমর্থিত সেনাবাহিনীতে যোগ দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮