ইয়েমেন আগ্রাসন:
সৌদি ভূখণ্ডের গভীরে ইয়েমেনি বাহিনীর ব্যাপক অভিযান
-
ইয়াহিয়া সারি
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: সৌদি আরবের গভীরে বড় রকমের অভিযান চালানো হয়েছে।
সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি আরব দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের বিরুদ্ধে ওই সৌদি জোট স্থল, সমুদ্র এবং আকাশপথেও অবরোধ আরোপ করে রেখেছে।
আল-মাসিরার টিভি নেটওয়ার্ক ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি'র বরাত দিয়ে আজ (শুক্রবার) এই খবর দিয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র গত মঙ্গলবারও বলেছেন, ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট হাজ্জাহ শহরে আমেরিকার তৈরি একটি স্ক্যান ঈগল গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।
ইয়েমেনের সেনাবাহিনী এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন দাবী করেছে, তারা এরকম বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। তারা আরও বলেছে সৌদি সামরিক অবস্থানগুলোতে তাদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি জোট যতদিন তাদের দেশের ওপর আগ্রাসন ও অবরোধ বন্ধ না করবে ততদিন তারা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় অভিযান চালিয়ে যাবে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।