যুদ্ধবিরতি লঙ্ঘন: ইয়েমেনের ডিজেলবাহী ট্যাংকার আটক করেছে সৌদি
(last modified Thu, 07 Apr 2022 06:17:07 GMT )
এপ্রিল ০৭, ২০২২ ১২:১৭ Asia/Dhaka
  • ইয়েমেনের হুদায়দা বন্দর (ফাইল ছবি)
    ইয়েমেনের হুদায়দা বন্দর (ফাইল ছবি)

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের পশ্চিম উপকূলে দেশটির জন্য জ্বালানী বহনকারী একটি ট্যাংকার আটক করেছে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি ‘ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি’ বা ওয়াইপিসি এ খবর জানিয়েছে।

এটি বলেছে, বুধবার সৌদি সেনারা ডিজেলবাহী ‘ডেটোনা’ ট্যাংকারটিকে আটক করে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি অঞ্চলে নিয়ে গেছে।

ওয়াইপিসি’র মুখপাত্র ইসাম আল-মুতাওয়াক্কিল বলেছেন, ওই ডিজেলবাহী ট্যাংকারটি জাতিসংঘের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ইয়েমেন উপকূলে গেলেও আমেরিকা ও সৌদি-নেতৃত্বাধীন আগ্রাসী জোট এটিকে আটক করেছে। তিনি বলেন, ইয়েমেনের জনগণের ওপর আরো বেশি চাপ প্রয়োগের কৌশল হিসেবে জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ কাজ করা হয়েছে।

মুতাওয়াক্কিল জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইয়েমেন অভিমুখে ১৮টি জ্বালানীবাহী ট্যাংকার গেলেও এগুলোর মধ্যে মাত্র তিনটিকে হুদায়দা বন্দরে ভিড়তে দেয়া হয়েছে।

গত শুক্রবার জাতিসংঘ ঘোষণা করে, ইয়েমেনে দুই মাসের জন্য যুদ্ধবিরতি পালন করতে রাজি হয়েছে সংঘর্ষরত দুই পক্ষ যার মেয়াদ পরবর্তীতে আবার বাড়ানো হতে পারে। সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী সেনারা ইয়েমেনে আগামী দুই মাস আর হামলা চালাবে না এবং এ সময়ের মধ্যে ইয়েমেনের হুদায়দা বন্দর দিয়ে দেশটির জন্য জ্বালানী আমদানি করতে দেয়া হবে বলে যুদ্ধবিরতির শর্তে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ