আব্দ রাব্বু মানসুর হাদির পদত্যাগকে স্বাগত জানাল আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i106334-আব্দ_রাব্বু_মানসুর_হাদির_পদত্যাগকে_স্বাগত_জানাল_আনসারুল্লাহ
সৌদি আরবে পলাতক ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির আনুষ্ঠানিক পদত্যাগকে স্বাগত জানিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন।সংগঠনটি বলেছে, এই পদত্যাগের ফলে গত সাত বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন সমর্থনের পেছনে জাতিসংঘ যে অজুহাত দেখিয়ে আসছিল তা অপসারিত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৮, ২০২২ ১৭:২৬ Asia/Dhaka
  • আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস-সালাম
    আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস-সালাম

সৌদি আরবে পলাতক ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির আনুষ্ঠানিক পদত্যাগকে স্বাগত জানিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন।সংগঠনটি বলেছে, এই পদত্যাগের ফলে গত সাত বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন সমর্থনের পেছনে জাতিসংঘ যে অজুহাত দেখিয়ে আসছিল তা অপসারিত হয়েছে।

আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আব্দুস-সালাম এক টুইটার বার্তায় বলেছেন, আব্দ রাব্বু মানসুর হাদির ‘ভুয়া’ সরকারের ইতি ঘটেছে। তার টুইটার বার্তায় আরো বলা হয়েছে, “এর ফলে ইয়েমেনের কথিত আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনের অজুহাতে সৌদি আগ্রাসন ও গণহত্যার পাশাপাশি দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা সমর্থন করার যে অজুহাত এতদিন জাতিসংঘ’সহ আন্তর্জাতিক সমাজ দেখাতো তার অবসান হয়েছে।”

সৌদি আরবে পলাতক ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি

আব্দুস সালাম একই সঙ্গে ইয়েমেন সংঘাত নিয়ে সৌদি আরবের মধ্যস্থতায় যে আলোচনার আয়োজন করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আগ্রাসী শক্তি নয় বরং ইয়েমেনের জনগণই তাদের দেশের ভবিষ্যত নির্ধারণ করবে। তিনি বলেন, ইয়েমেন সংকট নিরসনের জন্য আগ্রাসন বন্ধ করার পাশাপাশি এদেশের ওপর আরোপিত সব অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তা না করে ইয়েমেন সংকট নিরসনের ভিন্ন যেকোনো প্রচেষ্টা হবে আগ্রাসী বাহিনীকে নতুন করে আগ্রাসন চালানোর সুযোগ করে দেয়ার সময়ক্ষেপণ।

ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদি বৃহস্পতিবার নিজের ক্ষমতা একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ছেড়ে দিয়েছেন। ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের মতবিরোধ দেখা দেয়ার প্রেক্ষাপটে মানসুর হাদি ২০১৫ সালে সৌদি আরবে পালিয়ে যান এবং ইয়েমেনের ক্ষমতায় ফিরে আসতে সৌদি সরকারের সাহায্য চান। পদত্যাগের পরও নিজেকে ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে দাবি করে আসছিলেন তিনি। আর তাকে সমর্থনের অজুহাতে এতদিন ইয়েমেনে সৌদি আগ্রাসন সমর্থন করে এসেছে জাতিসংঘ।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।